যাঁকে সকলেই ক্রিকেটের ঈশ্বর বলে জানেন তিনি কিনা এভাবে আউট হলেন! অবিশ্বাস্য! কার কথা বলছি? কার আবার। সচিন তেন্ডুলকর। সদ্যই শুরু হয়ে গেল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা ISPL। সেখানে প্রথম ম্যাচে আউট হলেন সচিন তেন্ডুলকর।
আরও পড়ুন: দাদার জন্মদিনে ভরপুর দুষ্টুমি অর্জুনের, গৌরবের জন্য কেন লিখলেন, 'শয়তানির সঙ্গীকে...'
ভাইরাল সচিনের আউট হওয়ার ভিডিয়ো
৬ মার্চ ছিল ISPL এর প্রথম ম্যাচ। সেখানেই বিগ বস ১৭ এর বিজয়ী মুনাওয়ার ফারুকির বলে আউট হন সচিন তেন্ডুলকর। বর্তমানে সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেটা।
আরও পড়ুন: 'ব্যক্তিত্ব লাগে বারণ করতে...' নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা, কঙ্গনার নিশানায় শাহরুখ - সলমনরা, কী হল হঠাৎ?
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, সত্যি সত্যি প্রেম করছেন রোহন - অঙ্গনা? পারোর জন্য দেব লিখলেন, 'আমি তোমার সঙ্গে...'
৬ মার্চ উদ্বোধন হল আইএসপিএলের। মুম্বইতে আইএসপিএলের উদ্বোধন হয়, সেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা, ক্রিকেটাররা। এসেছিলেন রাম চরণ, অক্ষয় কুমার, সুরিয়া, বোমান ইরানি, সচিন তেন্ডুলকর, প্রমুখরা। অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও দেখা যায়। আইএসপিলের উদ্বোধনী অনুষ্ঠানে বোমান ইরানি , রাম চরণ, অক্ষয়দের একসঙ্গে জমিয়ে নাচতে দেখা যায়। অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, এদিনও তাঁরা নাটু নাটু গানে নাচ করেন। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাঁদের আগামী ছবি বড়ে মিয়া ছোটে মিয়ার টাইটেল ট্র্যাকে পারফর্ম করেন। আইএসপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সচিন তেন্ডুলকর।
এদিন মাস্টার ইলেভেন এবং খিলাড়ি ইলেভেনের মধ্যে খেলা হয়। আর সেখানেই মুনাওয়ার ফারুকির বলে আউট হল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ক্রিকেটের ঈশ্বরের সেই আউট হওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কেবল মুনাওয়ার নন, এই টিমের অর্থাৎ খিলাড়ি ইলেভেনের ক্যাপ্টেন অক্ষয় কুমার নিজেও দুটো উইকেট নেন।
আরও পড়ুন: ব্রেকআপের ঠিক পরই ‘এক থা টাইগার’ করতে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্যাটরিনা - সলমন! এতদিন পর ফাঁস সত্য
আরও পড়ুন: ভাই অনিল ছাড়াও মুকেশ আম্বানির দুই বোন নীনা - দীপ্তির বিষয়ে জানেন কি? কী করেন তাঁরা?
কে কোন টিমের মালিক?
অক্ষয় কুমার আইএসপিএলের টিম শ্রীনগরকে বীরের মালিক। ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদের মালিক রাম চরণ। সুরিয়া চেন্নাই দলের মালিক। টিম মাস্টার্স ১১ এর মালিক হলেন সচিন তেন্ডুলকর।