পাত্রের বয়স ৫৩, পাত্রীর বয়স মাত্র ২৭ (তেমটাই জানা যায়)! পাত্রর আগে দু-বার বিয়ে ভেঙেছে, রয়েছে এক পুত্র সন্তান। কিন্তু প্রেমের কাছে এইসবই গৌণ, ভালোবাসাটাই আসল। প্রেম দিসবের দিন তাই ভালোবাসার মানুষকে চিরতরে আপন করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। ১৪ ফেব্রুয়ারি আইন মেয়ে বিয়েটা সেরে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী।
এদিকে দ্বিতীয় বউ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের সংসার আগেই ভেঙেছিল। এরপর ১০ই জানুয়ারি আইনত বিছিন্ন হয়েছেন কাঞ্চন ও পিঙ্কি। একটা সম্পর্ক থেকে আইনত বিচ্ছেদের ১ মাস কাটতে না কাটতে আরও একটা বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। সম্পর্কে কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী আবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি। তাই প্রাক্তন নাত-জামাই-এর আরেকটা বিয়ে নিয়ে কী বলছেন সাবিত্রী?
নাতনি পিঙ্কি বরাবরই সাবিত্রীর ভীষণ কাছের। এর আগেও জীবনের নানান সমস্যা থেকে নাতনিকে আগলে রেখেছিলেন সাবিত্রী। এবারও তার অন্যথা হল না। প্রসঙ্গত, সাবিত্রী চট্টোপাধ্যায়রা ১০ বোন। প্রত্যেকেই বিয়ে করেছেন, দাঁড়িয়ে থেকে সব মেয়ের বিয়ে দিয়েছেন সাবিত্রীর বাবা, শুধু বিয়ে করেননি তিনিই। এদিকে কাঞ্চনের থেকে আলাদা হওয়ার পর সাবিত্রীর কাছেই ছেলেকে নিয়ে রয়েছেন পিঙ্কি।
আরও পড়ুন-পিঙ্কি, শ্রীময়ী কে তো চেনেন! কাঞ্চনের প্রথম স্ত্রীও পরিচিত অভিনেত্রী, চেনেন নাকি?