Rituparna Sengupta: আরজি কর আবহে পুজোর সাজেও থাকবে প্রতিবাদের ভাষা! ঋতুপর্ণা বললেন, 'ফ্যাশন আর প্রতিবাদ মিলেমিশে...'
Updated: 25 Sep 2024, 10:10 PM IST Subhasmita Kanji 25 Sep 2024 ঋতুপর্ণা সেনগুপ্ত, দুর্গাপুজো, durga puja, rituparna senguptaRituparna Sengupta: আরজি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ খানিকটা স্তিমিত হলেও পুরোপুরি নিঃশেষ হয়নি। এখনও ধিকিধিকি জ্বলছে প্রতিবাদের আগুন, উঠছে বিচার চাইয়ের রব। তার মাঝেই এসে পড়েছে দুর্গাপুজো। আর সেই পুজোর সাজেই এবার থাকবে প্রতিবাদের ভাষা। অন্তত তেমনটাই জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
পরবর্তী ফটো গ্যালারি