জি বাংলায় আসছে নতুন সিরিয়াল 'তুই আমার হিরো'। আগামী ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক। ভাবছেন এ আবার কী নতুন কথা! এখবর তো পুরনো। এতদিনে এও জেনে গিয়েছেন এই নতুন সিরিয়ালে নায়ক-নায়িকা হয়ে জুটি বেঁধেছেন রুবেল দাস ও আরাত্রিকা মাইতি। সেও নাহয় হল। তবে চমকটা রয়েছে অন্য জায়গায়।
আর ৫ মার্চ, বুধবার রাতে চ্যালেন কর্তৃপক্ষের তরফে পোস্ট হওয়া নতুন প্রমোতে সামনে আসে আসল চমক। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেকেই হয়ত চমকে গিয়েছিলেন। ভেবেছেন আরে ইনি কে? দেব যে…। তুই আমার হিরো-র প্রমোতে সুপারস্টার দেব কেন? সাংসদ অভিনেতা আরা সিরিয়াল করছেন নাকি? হঠাৎ প্রমো দেখে হয়ত ধোঁয়াশা তৈরি হয় অনেকের মনে।
কিন্তু কী আছে 'তুই আমার হিরো'-র নতুন প্রোমোয়?
প্রোমোর শুরুতেই দরজা খুলে ভিতরে ঢুকে আসতে দেখা যাচ্ছে দেবকে। তাঁকে বলতে শোনা যায়, ‘দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না।’ আর এরপরই স্পষ্ট হয় সুপারস্টার দেবের মুখ। স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, পরীক্ষার পর পরীক্ষা, নিজেকে একটা প্রমিশ ( প্রতিশ্রুতি) করেছিলাম যাই হয়ে যাক, হেরে যাব না, হেরে আমি যাব না। এই জিৎ-ই হয়ত একদিন বদলে দিল সবকিছু। আর আপনারা বললেন, তুই আমার হিরো।'
আরও পড়ুন-জিৎ বনাম প্রসেনজিৎ-এর লড়াই, এবার জমবে খেলা! কলকাতা শহরে এসব কী ঘটছে?