শুধু 'পুষ্পা'র মতো সিনেমাতেই মারপিট করে খান্ত নন, বাস্তবেও বেশ প্রাণবন্ত পর্দার 'শ্রীবল্লী' রশ্মিকা মান্দানা। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছেন, এমনকি চোট গুরুতর হওয়ায় প্লাস্টারও করাতে হয়েছে তাঁকে। তবে তাতে কি! ভাবখানা এমন যে 'দ্যা শো মাস্ট গো অন'। আর তাই হয়ত সময়মতো মুম্বই রওনা হতে বুধবার হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছে গেলেন রশ্মিকা মান্দানা।
সম্প্রতি জিমে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। এমনই সেই আঘাত এতটাই গুরুতর যে হাঁটতেও পারছেন না অভিনেত্রী। বুধবার তিনি যখন হায়দরাবাদ বিমানবন্দরে এলেন, তখনও খোঁড়াতে দেখা যায় তাঁকে। রশ্মিকার অস্বস্তি ছিল বেশ স্পষ্ট। তবে পূর্ব প্রতিশ্রুতি মতো মুম্বই তাঁকে যেতেই হত। কারণটা 'ছাবা' ছবির প্রচার। অগত্যা তাই হুইল চেয়ারই ছিল ভরসা। এদিন রশ্মিকা যখন নিজের গাড়ি থেকে নামেন, তখনও তাঁকে খোঁড়াতে দেখা যায়। সেভাবেই তিনি বিমানবন্দরের গেটে পৌঁছনোর চেষ্টা করছিলেন। তবে তাঁর টিমের সদস্যরা তাঁকে হুইলচেয়ার এনে দেন।
আরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্স মামলা চলছে, তখন করণবীরের চুমু দেওয়ার ছবি দিয়ে কী লিখলেন বরখা?