গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। সেই ছবিতেই শেষবার দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তারও আগে এসেছিল সঞ্জু। আর দুটো ছবিতেই আজকালকার সোশ্যাল মিডিয়ার ভাষায় টক্সিক পুরুষের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। ছিল ভরপুর উগ্র পৌরুষের বার্তা। অ্যানিম্যাল ছবিটিতে সঙ্গে ভরপুর হিংসা, নারী বিদ্বেষ ছিল।যার ফলে তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ছবি দুটোর কারণে। বিনোদনের জগতের একাধিক ব্যক্তিত্বও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ছবিটির প্রসঙ্গে। যদিও বক্স অফিসে অ্যানিম্যাল ৫০০ কোটির উপর ব্যবসা করেছিল। কিন্তু সমাজকে ভুল বার্তা দিয়েছিল বলেই অনেকে মনে করেছেন। এবার সেই বিষয়ে কী বললেন রণবীর?
আরও পড়ুন: স্টার কিড হয়েও কিশোর কুমার কে সেটাই জানতেন না আলিয়া! প্রথম দেখায় রণবীরকে কী প্রশ্ন করেছিলেন
কেবল অ্যানিম্যাল নয় সঞ্জু ছবিটিতে অর্থাৎ সঞ্জয় দত্তের বায়োপিকে এমন অনেক জিনিসকে গ্লোরিফাই করা হয়েছে যেগুলো তাঁর ব্যক্তিত্বের মোটেই সঠিক দিক নয় বলেই অভিমত অনেকের।
কী জানালেন রণবীর?
রণবীর কাপুর সম্প্রতি ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। গোয়ায় চলা এই উৎসবে রবিবার একটি আলোচনায় সভা যোগ দিতে দেখা যায় রণবীরকে। সেখানেই তিনি এই কটাক্ষের বিষয়ে মুখ খোলেন। জানান, 'আমি আপনাদের মতামতের সঙ্গে একেবারেই একমত। অভিনেতা হিসেবে আমার কাজই হল এমন ছবি আনা যেগুলো সমাজের উপর ভালো প্রভাব ফেলবে। কিন্তু একই সঙ্গে অভিনেতা হিসেবে এটাও জরুরি যে আমি যেন বিভিন্ন ধরনের ছবিতে, চরিত্রে কাজ করি।'
এদিন কথায় কথায় তিনি আরও জানান যে তিনি সুযোগ পেলে তাঁর দাদু রাজ কাপুরের বায়োপিক আনতে চান। তাঁর কথায়, 'আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। অনেক পরিচালক, যেমন সঞ্জয় লীলা বানসালি, প্রমুখের সঙ্গে যে কীভাবে রাজ কাপুরকে নিয়ে ছবি বানানো যেতে পারে।' কিন্তু তাতে অনেক জটিলতা আছে বলেও জানান অভিনেতা।
আরও পড়ুন: কনসার্টে তখন গানে মত্ত দিলজিৎ, আচমকাই মঞ্চে উঠে প্রেমিকাকে প্রোপোজ যুবকের! তারপর....?
রণবীর কাপুরের আগামী কাজ
রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। তবে এখন তাঁর হাত ভর্তি কাজ। একদিকে নীতীশ তিওয়ারির রামায়ণ আছে যা দিওয়ালি ২০২৬ এবং দিওয়ালি ২০২৭ এ মুক্তি পাবে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও আছে। সেখানে তাঁর সঙ্গে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। বর্তমানে শ্যুটিং চলছে ছবিটির। বিকানেরে চলছে সেই শ্যুটিং। এছাড়া যশরাজ ফিল্মসের ধুম ৪ এও তাঁকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।