গরমের ছুটিতে আসছে 'আমার বস'। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর পর ফের একবার পর্দায় ফিরছেন রাখি গুলজার। যদিও ছবির শ্যুটিং বহু আগেই শেষ। তাই এই মুহূর্তে মুম্বইয়ে নিজের বাড়িতেই ফিরে গিয়েছেন রাখি। তবে সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে দেখা করতে তাঁর মুম্বইয়ের বাড়িতে হাজির হয়েছিলেন 'বহুরূপী' ননীচোরা দাস বাউল।
তবে রাখির বাড়িতে ননীচোরা গিয়েছেন, আর গান হবে না তাও কি হয়! বাঙালি অভিনেত্রীকে 'বহুরূপী' ‘শিমুল পলাশ’ গানটি গেয়ে শোনালেন ননীচোরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ননীচোরা যখন গান গাইছেন, তখন তার সুরে সুরে তাল দিচ্ছেন অভিনেত্রী। তাঁর সেই মেঠো সুরের জাদুতে মুগ্ধ হয়ে যান রাখি। চোখে জল এসে যায় তাঁর। গান শেষে ননীচোরার মাথায় হাত রেখে আশীর্বাদও করেন কিংবদন্তি এই অভিনেত্রী। ননীচোরা দাস বাউলকে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দেন রাখি।
সেই আবেগপ্রবণ মুহূর্তটিই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। উইনডোজ প্রোডাকশনের তরফে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, 'রাখী গুলজারের মুম্বইয়ের বসতিতে যখন এক টুকরো গ্রাম বাংলা গিয়ে পৌঁছোয়! বহুরূপী শিল্পী ননীচোরা দাস বাউলকে দেখে চোখ ভিজে এসেছিল ওনার, তার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সাথে। আমার বস' আসছে ১৬ই মে বড় পর্দায়।'
প্রসঙ্গত, ২০২৪-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল উইনডোজ প্রোডাকশনের ছবি 'বহুরূপী'। যেটি কিনা ছিল ব্লকবাস্টার। সেই ছবির প্রতিটি গানও ছিল সুপারহিট। এর মধ্যে অন্যতম জনপ্রিয় হল 'শিমুল পলাশ' গানটি। গানটির গীতিকার ননীচোরা দাস বউল। আবার বনি চক্রবর্তীর সঙ্গে মিলে গানটির সুরও করেছেন তিনি। আবার শ্রেষ্ঠা দাস, বনি চক্রবর্তীর সঙ্গে মিলে গানটি গেয়েওছেন বীরভূমের বাসিন্দা এই পেশায় 'বহুরূপী' এবং সঙ্গীতশিল্পী ননীচোরা। ছবির এই গান সুপারহিট হয়েছে। আর এবার একদম সামনে থেকে ননীচোরার সুরের জাদুতে মুগ্ধ হলেন আরও এক কিংবদন্তি শিল্পী রাখি গুলজার।
শেষবার ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহুরত' ছবিতে অভিনয় করেন রাখি গুলজার। সেটা ছিল ২০০৩ সাল। তিনি এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পান। এরপর অবশ্য ২০১৯-এ গৌতম হালদারের 'নির্বাণ' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এই ছবি সিনেমাহলে মুক্তি পায়নি। শুধুমাত্র চলচ্চিত্র উৎসবেই দেখা গিয়েছে 'নির্বাণ'। তারপর আর সিনেমার পর্দায় কাজ করেননি রাখি। আবারও তিনি ফিরছেন, আগামী ১৬ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়-এর হাত ধরে আসছে রাখির 'আমর বস'।