কাজ করেছেন খাকি ২-তে। শুধু তাই নয়, স্ক্রিন ভাগ করেছেন জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়দের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। কিন্তু কে এই প্রবীর দাস? তাঁর উত্থানের গল্পটাই বা কেমন? এদিন অভিনেতা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: 'এতক্ষণ যা যা বলল সব...' গোলমরিচকে বানালেন গোটা জিরে! চাঁঁদনির মশলা চেনার দৌড় দেখে হেসে খুন রচনা
কী জানিয়েছেন প্রবীর?
প্রবীর এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবির কোলাজ পোস্ট করেন। সেখানেই তাঁকে তাঁর উত্থানের গল্প বলতে শোনা যায়। তিনি জানান একজন ডেলিভারি বয় থেকে একজন অভিনেতা হয়ে ওঠার সফরের কথা।
প্রবীর এদিন প্রথম যে ছবিটি রেখেছেন সেখানে তাঁর ছোটবেলার ছবি দেখা যাচ্ছে একটি প্লাস্টারহীন ঘরে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। কাজ শুরু করেন জোমাটোর ডেলিভারি বয় হিসেবে। তারপর ধীরে ধীরে ব্যাকগ্র্যান্ড ড্যান্সার হিসেবে এবং পরর্বতীতে নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন। ফলে নাটকের মঞ্চ থেকেই যে তাঁর উত্থান সেটা বলা যায়। এরপর আকাশ আটের একটি সিরিয়ালে কাজও করেন প্রবীর। তবে সেটা কেবলই শুরু।
এরপর তিনি অডিশন দেন খাকি সিরিজের জন্য। আর বাকিটা তো সবার জানাই। বর্তমানে তিনি খাকি ২ সিরিজে কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। তাঁকে স্ক্রিন ভাগ করতে দেখা গিয়েছে জিৎ থেকে শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকের সঙ্গেই।
এদিন এই ভিডিয়োতে প্রবীর জানান তাঁর শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে মুম্বই যাওয়ার সফর। বাদ দেননি সিরিজটি মুক্তি পাওয়ার পর তিনি দর্শকদের থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন সেটা জানাতে।
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
এদিন স্বপ্নপূরণের এই গোটা সফরের একটি ভিডিয়ো বানিয়ে পোস্ট করে তিনি এদিন লেখেন, 'সোদপুর থেকে মুম্বই, সফরটা সবে শুরু হয়েছে। ধন্যবাদ ইউনিভার্স সবটার জন্য।'
প্রসঙ্গত ১৪ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে খাকি ২ দ্য বেঙ্গল চ্যাপ্টার। এই সিরিজটির পরিচালনা করেছেন নীরজ পান্ডে। মুখ্য ভূমিকায় আছেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, রাহুল দেব বসু, প্রমুখ।