কমেডিয়ান ভারতী সিং সম্প্রতি মধুরী দীক্ষিত-এর ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির লুকটি ‘লাফটার শেফস’ সিজন ২-এর একটি পর্বে পুণরায় তৈরি করেছেেন। তবে সেই প্রসঙ্গ ধরেই সম্প্রতি একজন ফটোগ্রাফার তাঁকে ‘উবলে হুয়ি (swollen) মধুরী দীক্ষিত’ বলে ডেকে ফেলেন। আর এধরনের শরীর নিয়ে ঠাট্টায় নিমেষে পরিস্থিতি তিক্ত হয়ে ওঠে। যদিও ভারতী তাঁর স্বাভাবিক তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এই কটাক্ষটিকে হালকাচালেই নিয়েছিলেন। তবে অনুরাগীরা এধরনের 'বডি শেমিং'-এ বেশ চটেছেন।
ভারতীর মাধুরী দীক্ষিত লুক নিয়ে ঠাট্টা
মঙ্গলবার, মুম্বইতে ‘লাফটার শেফস’ সিজন ২র শো-এর সেটে ভারতীকে দেখা গিয়েছিল। পাপারাৎজির জন্য পোজ দিচ্ছিলেন তিনি। সেখানেই একজন ফটোগ্রাফার তাঁকে হঠাৎ বলে বসেন ‘উবলি হুয়ি মধুরী দীক্ষিত’। অর্থাৎ তাঁর ফোলা, ভারী শরীরের দিকেই ইঙ্গিত করা হয়। যদিও একটু বিরক্ত হলেও বিষয়টি নিজের রসবোধে সামলে নেন ভারতী। বলেন, ‘কে বলেছে উবলে যাওয়া মধুরী দীক্ষিত? আরে দেখুন, উবলে যায়নি, ভাজা হয়েছে। বলতে পারবে না (Who said swollen Madhuri Dixit? Look, they are fried... They can’t say this)’। ফের বলেন, ‘তোমরাও না সত্যি!’