গায়িকা নেহা কক্কর মেলবোর্নে তার কনসার্টের আগে ‘ট্যানট্রম’ দেখান বলে বলে সম্প্রতি দাবি করেন আয়োজনকরা। তাঁদের দাবি ছিল যে, মাত্র ৭০০ দর্শকের জন্য পারফর্ম করতে অস্বীকার করেছিলেন তিনি। এবার নেহার জবাব দেওয়ার পালা। একটি ভিডিয়ো রেখর্ড করে তিনি সামনে আনলেন সেদিন আসলেই কী ঘটেছিল।
মঙ্গলবার, নেহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলবোর্ন কনসার্টের একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং তাঁর উপর ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।
ক্লিপটি শুরু হয় নেহাকে দিয়ে, ‘হাই, আপনারা জানতে চান যে মেলবোর্নের শোতে আসলে কী ঘটেছিল সেদিন, তাই না? চলুন আপনাদের দেখাই।’ এরপর ক্যামেরাতে ধরা পড়ে সেদিনের কনসার্টের দর্শকরা। দেখা যায়, নেহার হিট গানের সঙ্গে ভক্তদের নাচ এবং রীতিমতো জনসমুদ্র। এই ভিডিয়োটি শেয়ার করে গায়িকা লেখেন, ‘ধন্যবাদ মেলবোর্ন’।
ভিডিওতে নেহাকে মঞ্চ থেকে দর্শকদের ধন্যবাদ জানাতে দেখা যায়। ‘এত অপেক্ষা করার পরে, আপনারা এত ভালবাসা দেখাচ্ছেন ... আপনাদের মধ্যে অনেক শক্তি এবং ইতিবাচকতা রয়েছে। নিজেদের জন্য আরও এক বড় রাউন্ড হাততালি দিন! নিজেদের প্রশংসা করুন’
ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লিখেছেন, 'মেলবোর্ন তুমি যে ভালোবাসা দিয়েছ তা ভুলতে পারছি না।
অস্ট্রেলিয়ায় নেহা কক্করের কনসার্টে কী হয়েছিল?
গত মার্চে একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর পর নেহা মঞ্চে কান্নায় ভেঙে পড়েন এবং ভক্তদের কাছে ক্ষমা চান। একজন ব্যবহারকারী রেডিটে পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যায়, নেহাকে মঞ্চে কাঁদতে দেখে আরও রেগে যায় কিছু শ্রোতা সদস্য, কনসার্টে দেরিতে পৌঁছানোর জন্য চিৎকার করতে থাকেবন।
ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়, ‘আমি আমার পুরো জীবনে কাউকে এতক্ষণ অপেক্ষা করাইনি। আমি এটা ঘৃণা করি। আমি খুব দুঃখিত। আমি চিন্তায় ছিলাম এবার কী হবে। আপনারা খুব মিষ্টি। এই রাতটা আমার চিরকাল মনে থাকবে। তবে আমি নিশ্চিত করব, আপনারা আমার জন্য যে মূল্যবান সময় বের করেছেন, তার জন্য সকলকে নাচিয়ে ছাড়ব।’ নেহার দাবি ছিল যে, অর্গানাইজাররা নেহার জন্য কোনো বন্দোবস্তই করেননি। না যাতায়াতের গাড়ি, না থাকার হোটেল।
এরপর অস্ট্রেলিয়ার ইভেন্ট অর্গানাইজার পেস ডি এবং বিক্রম সিং রণধাওয়া সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলের জন্য কথোপকথনের সময় নেহার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, নেহাকে অস্ট্রেলিয়ায় ডেকে পাঠানো সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
র ্যাপার ও অনুষ্ঠানের সঞ্চালক পেস ডি বলেন, 'মেলবোর্নের বিট প্রোডাকশনই নেহা কক্করকে আমন্ত্রণ জানিয়েছিল। এখন যখন দুই দলই এগিয়ে এসে খোলাখুলি কথা বলেছে, তাহলে আমরা কেন পারব না? আমরা সেখানে গিয়েছিলাম এবং সবকিছু দেখেছি। কথা হয় অনুষ্ঠানের আয়োজক প্রীত পাবলা ভাইয়ের সঙ্গে। আমি তাকে সব কিছু জিজ্ঞেস করলাম। তিনি খুব ভালো এবং খাঁটি মানুষ। তাঁদের (নেহা ও তাঁর টিমের) আসতে দেরি হয়ে গিয়েছিল। তখনই আমি জানতে পারি যে তিনি সময়মতো আসেননি এবং অনেক বিলম্ব হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে তিনি (নেহা) এমন কথা বলতে থাকেন, 'আমি এখন যাব না; আমি এটা করব না।
পেস ডি আরও দাবি করেছেন যে নেহা বলেছিলেন, ‘মাত্র ৭০০ জন? যতক্ষণ না আরও বেশি লোক আসবে এবং এই জায়গাটি পূর্ণ হচ্ছে, ততক্ষণ আমি পারফর্ম করতে যাচ্ছি না’
আয়োজকরা নেহার তোলা এই দাবিও অস্বীকার করেছেন যে তাকে হোটেল, খাবার এবং জলের মতো প্রাথমিক সুযোগ-সুবিধা সরবরাহ করতে ব্যর্থ হন তাঁরা। তাঁরা তাঁর (নেহার) অর্থ নিয়ে ‘পালিয়ে গিয়েছে’ এমন অভিযোগও অস্বীকার করেছেন।