বয়স ৮১, জীবনের এই পর্যায়ে এসেও ফের একবার ছবি পরিচালনার কাছে হাত দিচ্ছেন প্রভাত রায়। হ্য়াঁ, ঠিকই শুনছেন। আরও একবার তিনি বুঝিয়ে দিলেন বয়স কেবলই একটা সংখ্য়া মাত্র। জানা যাচ্ছে, রবীন্দ্রনাথের ‘বলাই’ অবলম্বনে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ, এবার শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা।
প্রসঙ্গত গতবছরই শুরু করেছিলেন নিজস্ব প্রযোজনা সংস্থা, নাম রাখেন 'প্রভাত প্রোডাকশনস'। তার ঠিক পরপরই বিজ্ঞাপনের শুটিংয়ের কাজও সেরেছিলেন। আর এবার ফের পুরোদস্তুর পূর্ণদৈর্ঘ্য ছবির কাজ শুরু করতে প্রস্তুত এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক।
১০ মার্চ সোমবার বিনোদন দুনিয়ার বহু তারকার সামনেই প্রভাত রায়ের ফের পরিচালনার কাজে ফেরার খবর জানান পরিচালকের মেয়ে একতা ভট্টাচার্য। প্রভাত রায়কে চিত্রনাট্য, সংলাপ, সহকারী পরিচালনায় সহযোগিতা করবেন তিনিই। এদিন পরিচালকের জন্মদিনের উদযাপনও হয়, গত ৭ মার্চ শুক্রবার ছিল প্রভাত রায়ের জন্মদিন। এদিন পরিচালকের জন্য হাজির ছিল ৩টি কেক, যার মধ্যে একটি তাঁর পছন্দের চকোলেট কেক।
এদিন সেখানে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রানা সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, কবীর সুমন সহ আরও অনেকে। এদিন কথায় কথায় সকলেই ফিরে যাচ্ছিলেন পুরনো দিনের কথায়। সেই সেলিব্রেশনের নানান মুহূর্ত উঠে এসেছে ফেসবুকের পাতায়।
জানা যাচ্ছে, প্রভাত রায়ের নতুন ছবির গানের দায়িত্ব পেয়েছেন ‘গানওয়ালা’ কবীর সুমন। তাঁর ‘তিনি বৃদ্ধ হলেন’ গানটিও প্রভাত রায়ের ছবিতে ব্যবহৃত হবে। এদিন পরিচালক কন্যা জানান, এখনও পরিচালকের ছবির জন্য অভিনেতা বাছাই হয়নি। গরমের ছুটির পরই শ্যুটিং শুরু হবে।
প্রসঙ্গত, বড় ছবি ছাড়াও এখনও পর্যন্ত ১৬টি টেলিফিল্ম এবং ৩টি টিভি সিরিজেরও পরিচালনা করেছেন প্রভাত রায়। তাঁর স্ত্রীর মৃত্যু, নিজের দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণ বহু বছর টলিউড থেকে দূরে ছিলেন পরিচালক। তবে ফের তিনি ফিরছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে। আর তাই খুশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীরা।