কিছুদিন আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দেখা যায় দিশা পাটানির চর্চিত প্রেমিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিচকে। সেই সময় এমনিতেই তুঙ্গে ছিল হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাতাশার ডিভোর্সের জল্পনা। আর ফলে রীতিমতো ট্রোল হতে হয় আলেকজান্ডারকে।
ট্রোলে কড়া জবাব আলেকজান্ডারের:
আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের ইনস্টাগ্রামে এখন ট্রোলের বন্যা। এমনকী নানা ধরনের আপত্তির ভাষারও ব্যবহার করা হচ্ছে। হার্দিক-নাতাশার ডিভোর্সের কারণ হিসেবেও দাগিয়ে দেওয়া হয়েছে তাঁকে। একজন কমেন্টে লেখেন, ‘হার্দিক পান্ডিয়া রেসপেক্ট বটন’। আর তাতে আলেকজান্ডারের জবাব, ‘ভাই গিয়ে পোস্ট চেক করো, এখানে কমেন্ট করার আগে’।
আরও পড়ুন: কী মিষ্টি! ইয়ালিনির নতুন ছবি দিলেন মাম্মা শুভশ্রী, এবারে ফ্রেমে নিলেন না রাজ-ইউভানকে

আরেকজন কমেন্টে ‘চাপরি’ লেখেন আলেকজান্ডারকে। যাতে জবাব দিয়ে তিনি লিখলেন, ‘নিজের মুখ দেখেছ?’ সঙ্গে আবার হাসতে হাসতে চোখে জল আসার ইমোটিকন। অন্য একটি কমেন্ট এসেছিল, ‘হার্দিকের জন্য লাভ বটন, আর যারা একে গালি দিতে এসেছে, চলে আসুন’। এই কমেন্টের জবাবে আলেকজান্ডার লেখেন, ‘আমি কি আপনাকে একটা গালি দেব?’
আরও পড়ুুন: ভোটের ফলের আগে ক্রিকেট মাঠে দেবের চার-ছয়! পিটিয়ে ছাতু করলেন রুক্মিণীকেও

আলেকজান্ডার ও দিশার ‘প্রেম’:
মডেল-অভিনেতা আলেকজান্ডার এর আগে দিশা পাটানির সঙ্গে আসতেন আলোচনায়। তবে যবে থেকে নাতাশার সঙ্গে তাঁকে দেখা যায়, তাঁদের লিঙ্ক-আপ ডিভোর্সের গুজবকে আরও উস্কে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফিটনেস প্রশিক্ষক, অভিনেতা এবং মডেল, আলেকজান্ডার অ্যালেক্স ইলিক সার্বিয়ার বাসিন্দা এবং গত সাত বছর ধরে ভারতে অবস্থান করছেন। সোনম কাপুরের সঙ্গে বীরে দি ওয়েডিং গান তারিফা-তে দেখা যায় তাঁকে।
কদিন আগেও অবশ্য দিশা পাটানি ও মৌনি রায়ের সঙ্গে ডেটে দেখা গিয়েছিল আলেকজান্ডারকে। সেই সময় এই সার্বিয়ান মডেলে দিশার মুখের ট্যাটুটিও স্পষ্ট ছিল। যদিও দিশা-আলাকজান্ডারের দাবি, তাঁরা শুধুই বন্ধু। তাঁদের সম্পর্ককে গুরুত্ব দিয়েই এই ট্যাটু।
আরও পড়ুন: ইতালিতে জিভায় মজে ধোনি! আম্বানির পার্টি থেকে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন সাক্ষী
এদিকে, নাতাশাকে নিয়ে এর আগেও পোস্ট করেছেন আবেকজান্ডার। এমনকী, হার্দিক-নাতাশা-আলেকজান্ডারের ফোটোও রয়েছে প্রচুর ঘরোয়া পার্টিতে। তাই ধারণা করা যেতেই পারে, নাতাশা ও আলেকজান্ডার একই জায়গা থেকে বলিউডে আসায়, তাঁরা দুজনে শুধুই ভালো বন্ধু। যদিও নেটিজেনরা এসব দেখতে নারাজ।
হার্দিকের সঙ্গে ছবি ফেরালেন নাতাশা:
হার্দিক আর নাতাশার ডিভোর্সের গুঞ্জন শুরু হয়েছিল, যখন এক রেডিট ব্যাবহারকারী সামনে আনেন যে, নাতাশা সামাজিক মাধ্যমে নিজের নাম থেকে পান্ডিয়া উপাধি মুছে ফেলেছেন। সঙ্গে আবার, কাপল ছবিও সরিয়ে দিয়েছেন। শুধু ছেলে অগস্ত্যর সঙ্গে যে ছবিগুলি ছিল, তা আছে প্রোফাইলে। তবে এখন আবার দেখা যাচ্ছে, পুরনো ছবিগুলি আবার দেখা যাচ্ছে। যার মধ্যে ২০২৩ সালে রাজস্থানে হওয়া ডেস্টিনেশন ওয়েডিংয়ের ছবিও আছে। অনেকেই মনে করছে, মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ায় হার্দিকের ইমেজ যেভাবে নষ্ট করা হয়েছিল, তা ঠিক করতেই একটি পিআর স্টান্ট ছিল এটি।