কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর তো মাত্র কিছু সময়ের অপেক্ষা। দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। হ্য়াঁ, ঠিকই বুঝেছেন 'নিম ফুলের মধু'র মৌমিতার কথাই বলছিলাম। আচমকা অসুস্থ হয়ে পড়ায় মানসী অবশ্য আগে থেকেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। জানা যাচ্ছে, বুধবার আসতে চলেছে মানসীর দ্বিতীয় সন্তান।
তবে তার আগে সোমবার সকাল সকাল দিদির সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে ছিলেন বোন রাইমা সেনগুপ্ত। তিনি মানসীর জন্য নিয়ে যান একটি বই, ডায়েরি ও তাঁর মেয়ের লেখা একটি ছোট্ট চিঠি। রাইমা তার দিদির হাতে একটা ছোট্ট চিরকুট তুলে দিয়ে বলে, ‘এই নে তোর মেয়ের লেটার, হাতের লেখা বুঝতে পারলে পড়’। মানসী অবশ্য দিব্যি পড়ে ফেলেন সেই চিঠি। সেখানে লেখা, ‘আই লাভ ইউ মম অ্যান্ড মাই সুইট বেবি। আই লাভ ইউ 2 অ্যান্ড মাই বেবিজ, বাই বাই।’ মানসী বলেন, ‘ওর লেখা হয়ত আর কেউ বুঝতে পারবে না, তবে আমি বুঝতে পারি। তবে এটা খুবই ইমোশনাল।’
এরপর আরও একটা চমক ছিল মানসীর জন্য। রাইমা একটা ছোট্ট বন্দুক আর ঘড়ি দেখিয়ে বলেন, ‘ছেলে হলে বন্দুক আর মেয়ে হলে ঘড়ি। ও ভাই-বোনের জন্য গিফট পাঠিয়েছে। তারপর মানসী বলেন, বুদ্ধি করে ও দুটো গিফটাই পাঠিয়েছে।’ বন্দুকটি দেখিয়ে বলেন, ‘এটা বন্দুক, এটা আসলে কিন্তু একটা পেন, ভাই হলে এটা দিতে। আর বোন হলে এটা (ঘড়িটি দেখিয়ে) ওর কিন্তু সবচেয়ে পছন্দর ঘড়ি এটা।’
আরও পড়ুন-'তোমার মায়ের ফোন নম্বর দাও…', ১৬ বছরের কিশোরের অশালীন ইঙ্গিত, বেজায় চটলেন মালাইকা
আরও পড়ুন-নুসরতের সই জাল করে টাকা তোলার অভিযোগ, দায়ের FIR, মুখ খুললেন পরিচালক রাজর্ষি দে