শহর জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। এখনও নতুন বছরের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, কিন্তু তার মাঝে হঠাৎ বসন্তের আগমন মধুমিতার জীবনে। সোমবার সমাজ মাধ্যমের পাতায় অভিনেত্রী লিখলেন, ‘ফুল ফুটুক নাই বা ফুটুক,আজ বসন্ত’।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল প্রেমে পড়েছেন মধুমিতা। বিচ্ছেদের ৫ বছর পর আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। সদ্যই প্রেমিক দেবমাল্যর সঙ্গে পাহাড় ঘুরে এসেছেন। কিন্তু এসব কিছুর মাঝে আবার বসন্ত কোন নতুন রঙের ডালি নিয়ে হাজির হল নায়িকার জীবনে? আসলে বসন্ত তার রঙ লুকিয়ে রাখে ফুলে ফুলে। আর সেই ফুল দিয়েই এবার সাজলেন মধুমিতা। সাজলেন বললে ভুল বলা হবে, আসলে ফুলের তৈরি পোশাক পরে সকলকে চমক দিলেন নায়িকা।
আরও পড়ুন: চোখে কাজলের সুরমা, হাতে ধরা গড়গড়া, বিনোদিনীর ‘গুরমুখ রাই’-এর ভূমিকায় নজরকাড়া মীর!
তবে কেবল ফুলের গ্রাউন নয় রঙিন ফুলের মুকুট আর হাতে ফুল নিয়ে একেবারে রূপকথার ফুল পরীর মতো লাগছিল নায়িকাকে। নানা রঙ-বাহারি ফুলের সাজে অভিনেত্রীকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছিল। তবে তাঁর সাজের মতই তাঁর এই পোশাকও ছিল খুব বিশেষ। কারণ এই পোশাক তিনি নিজে হাতে ডিজাইন করেছেন।
সোমবার সমাজ মাধ্যমের পাতায় ফ্লোরাল ড্রেস পরা একাধিক ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘সকলে বলে যেখানে তোমাকে রোপণ করা হবে সেখানেই ফুলের মতো ফুটবে, আমি বলি যেখানে তুমি ভালো থাকবে সেখানে নিজেকে বিকশিত করবে ফুলের মতো। আমি আজ কেবল ফুলের সাজে সাজিনি, এই পোশাকটাও আমার খুব কাছের কারণ এটা ডিজাইন করেছি আমি। আর এটা কেবল একটা পোশাক নয়, এটা আমার ঘোষণাও, আমরা সূক্ষ্ম, উগ্র, মার্জিত এবং অপ্রতিরোধ্য হতে পারি। সুতরাং গর্বিত ভাবে বিকশিত হন, চিৎকার করে কোনও ভয় না পেয়ে নিজের কথা বলুন। ফুল ফুটুক নাই বা ফুটুক,আজ বসন্ত।’
আরও পড়ুন: মুড ঠিক নেই রাহার, সামাল দিতে হিমশিম রণবীর! হুঁশ নেই মা আলিয়ার, ব্যস্ত ছবি তুলতে
নায়িকার পোস্ট দেখে অনুরাগীদের মন্তব্য
অভিনেত্রী তাঁর এই অভিনব সাজের ছবি প্রকাশ করতেই ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লিখেছেন, ‘আমার প্রিয় দিদিভাই খুব সুন্দর লাগছে গো।’ আর একজন লেখেন, ‘কেন হৃদয়ের কাছে করতে হয় মাথা নিচু, কারণ তোমাকে পাওয়ার জন্য ছুটতে হয় তোমার পিছু।’ আর একজন লেখেন, ‘তুমি নিজেই একটা ফুল!’ আর এক অনুরাগী নায়িকাকে লেখেন, ‘বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। ড্রেসটাও আমার খুব খুব ভালো লেগেছে।’ আর এক ভক্ত কমেন্ট করেছেন, ‘ওয়াও, ফুটন্ত ফুলের বাগান।’