২০২১ সালে ছেলে কেশবের জন্ম দেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স চার। যদিও অভিনয় থেকে এখনও বিরতিতে তিনি। তবে নিজের পার্লারের ব্যবসা, ভ্লগিং করেন নিয়মিত। যদিও এবার নেটপাড়ার কটাক্ষের মুখে পড়লেন মধুবনী। বিশেষ করে, বারংবার সন্তানের জন্য ‘কেরিয়ার-ত্যাগ’ নিয়ে লম্বা লম্বা পোস্ট দেখে, বইল ট্রোলের বন্যা। মধুবনীও অবশ্য চুপ থাকার পাত্রী নন, তিনিও পালটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দিন দুই আগে কেশবের মুখেভাতের একটি ছবি শেয়ার করে মধুবনী সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘মা হওয়া সত্যিই সহজ নয়… নিজের প্রমিসিং ক্যারিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে, সন্তান এবং সংসারের জন্য ত্যাগ স্বীকার করা মুখের কথা নয়…’ এখানেই শেষ নয়, মধুবনীর তাঁর সেই পোস্টে বহু ‘ওয়ার্কিং মাদার’-এর পরিশ্রমকে খানিক কটাক্ষ করেই যেন লেখেন, ‘শুধু 'নিজের পয়সা' বা 'বরের পয়সা' থাকলেই হয় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সঙ্গে ছায়াসঙ্গীর মতো সেঁটে থাকার, তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যতকে বিসর্জন দেওয়ার মতো মনও থাকা দরকার… যেটা সবার থাকে না…।’
মধুবনীর এমন পোস্ট দেখে চটে নেটপাড়ার বড় একটা অংশ। একজন লেখেন, ‘সরকারি চাকরি ছাড়লে বোঝা যেত। এমন কেরিয়ার ছেড়েছ, যেখানে আবার ফেরা যায়। আমি নিজে একজন মা, কাজ করি। আমার মা-ও করতেন। কোনোদিন মাতৃস্নেহ থেকে বঞ্চিত হইনি।’ আরেকজন কমেন্টে লেখেন, ‘যেটা প্রমিসিং মনে হচ্ছে, সেটাই তো করছ। এই যে ডেইলি ভ্লগিং। একটা অভিনয় কমপ্রোমাইজ করেছ হয়তো। সেটাও আদৌ পাও কি না, ভগবান জানে। আর সেটা না করে ভ্লগিং, পার্লার, জিমের মতো ৫টা কাজ করছ। আর অন্যদের আবার অপমানও করছ।’ তৃতীয়জন লেখেন, ‘এই 'বিসর্জনে' মহত্ত্ব দেখি না! আসল 'মহান' তো দুই দিক সামলে যারা এগিয়ে চলেছে তাদেরই বলা যায়।’
তবে দেখা গেল, থামার পাত্রী নন মধুবনী। না নিজের করা মন্তব্য থেকে সরে আসতে। আরেকটি পৃথক পোস্টে রাজা গোস্বামীর বউ লিখলেন, ‘কারুর কারুর মতে, আমি নাকি কাজ পাইনি বলে, অভিনয় জগৎ ছেড়ে আসতে বাধ্য হয়েছি… চলুন, ছেলে ভোলানোর মতো করে, আপনাদেরও একটু ভোলাই… ঠিকাছে বাবা, আপনারা যা বলছেন, সেটাই ঠিক, আমিই ভুল… ঠিকাছে? শান্তি হয়েছে? নিজেদের মনকে এই বলে যদি সান্ত্বনা দিতে চান, দিন… তাতে আপনাদের মেন্টাল হেল্থ ভালো থাকবে… শুধু একটা কথা জেনে রাখবেন, অভিনয় বলুন, ভ্লগিং বলুন, স্যালোঁ চালানোর মতো লিডারশিপ কোয়ালিটি বলুন, এই সব কিছুর জন্যই কিন্তু দক্ষতা লাগে… কোনোটাই তুড়ি মেরে করা সম্ভব নয়… সম্ভব হলে, হয়তো সবাই করতে পারতেন… কিন্তু সবাই তো পারেন না… তাই, 'অভিনয়ে তো আর ডাক পাও না, তুমি ওই vlog করো, আর salon খুলেছো, vlog এ নিজের বাচ্চাকে দেখিয়ে টাকা রোজগার করো', এই ধরনের কথা বলার আগে শুধু ভাববেন, যে এক সময় যার অভিনয় দেখতেন, আজ সোশ্যাল মিডিয়ায় তার ভ্লগ দেখেন এবং তার কীর্তি কলাপ নিয়ে আলোচনা করেন… তাহলে দর্শককে টেনে রাখার ক্ষমতা কার আছে? এই প্রশ্নটা শুধু নিজেকে একবার করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন…’