সুশান্তের মৃত্যুর সময় সর্বত্র পড়ে গিয়েছিল হইচই। অনেক অভিনেতা অভিনেত্রী চুপ থাকলেও কিছু কিছু অভিনেতা-অভিনেত্রী কথা বলেছিলেন প্রয়াত অভিনেতার মৃত্যু প্রসঙ্গে। সেই তালিকায় ছিলেন ক্রিস্টেন ব্যারেটো। তবে এই নির্ভীক ব্যবহারের ফলস্বরূপ তাঁকে দিতে হয়েছিল মূল্য।
২০২০ সালের ১৪ জুলাই সুশান্তের মৃত্যুর পর বলিউডের একটি অন্ধকার দিক উঠে এসেছিল সকলের সামনে। নিজের কাজের স্বার্থে বহু অভিনেতা অভিনেত্রী চুপ থাকলেও কিছু কিছু নায়ক নায়িকা এগিয়ে এসেছিলেন এই প্রসঙ্গে কথা বলতে। তাদের মধ্যেই একজন ছিলেন ক্রিস্টেন ব্যারেটো।
আরও পড়ুন: হাত নেড়ে ডেকে তুললেন ছবি, দুবাইয়ের রাস্তায় ‘ফ্যান মোমেন্ট’ ভাইজানের
আরও পড়ুন: দিলীপ কোথায়? ল্যাকমে ফ্যাশন উইকে প্রশ্নের মুখে ফারাহ, বললেন, ‘ওকে এখানে নিয়ে…’
ছোট পর্দার এই অভিনেত্রী ছিলেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু। খুব স্বাভাবিকভাবেই বন্ধুর মৃত্যুতে সরব হয়েছিলেন তিনি। তবে সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর জন্য। সুশান্ত মৃত্যুর পর থেকেই বলিউডে তেমনভাবে আর কাজ পাচ্ছেন না তিনি। এমনকি, সুশান্তের মৃত্যুর কিছু সময় পর নিজের কাজও হারান তিনি।
সম্প্রতি একটি পডকাস্ট চলাকালীন এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের এই দেশে আপনি যদি একজন অভিনেতা হন, তাহলে সে ক্ষেত্রে আপনার শোকপ্রকাশ করার কোনও অধিকার নেই। সবাই সেটাকে অভিনয় বলে মনে করবে। আবেগের কোন জায়গা নেই এখানে। ’
ক্রিস্টেন বলেন, ‘তদন্ত চলাকালীন আমাকে আমার সহকর্মী এমনকি আমার বাবা-মা এই ব্যাপারটি থেকে দূরে থাকতে বলেছিলেন। অনেকে মনে করেছিল আমি হয়তো দৃষ্টি আকর্ষণ করার জন্য কথা বলছি। তবে আমি যা করেছি মন থেকে করেছি। আমি বন্ধুর হয়ে কথা বলার জন্য সেই সময় কাজ হারিয়েছি। কিন্তু চুপ থাকতে পারিনি।’
আরও পড়ুন: ৪৭-এ পা ঋত্বিকের, বরের জন্মদিনের পরিকল্পনা নিয়ে কী বললেন অপরাজিতা?
আরও পড়ুন: ১.৭২ লাখ টাকার সিকান্দরের টিকিট কিনলেন সলমন ভক্ত! কেন?
অভিনেত্রী বলেন, ‘শুধু সত্যি কথা বলার জন্য আমার একের পর এক কাজ চলে যায়। কিছু তো কারণ ছিল, যার জন্য এই মৃত্যু নিয়ে কেউ কথা বলতে চায়নি। সকলেই চালাক তাই কেউ কথা বলেনি। আমি সেই ঝুঁকি নিয়েছিলাম, কারণ আমি বোকা। সুশান্তের মৃত্যুর পর আমি শুধুই হারিয়েছি, কিছু পাইনি। তবে বন্ধুর হয়ে লড়াই করতে পেরেছিলাম এটাই আমার শান্তি।’