আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার
1 মিনিটে পড়ুন Updated: 08 Sep 2024, 10:19 AM ISTশনিবার রাতে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় গণেশ চতুর্থী উপলক্ষে জমকালো পুজো দেওয়া হয়।
শনিবার রাতে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় গণেশ চতুর্থী উপলক্ষে জমকালো পুজো দেওয়া হয়।
আম্বানি পরিবারের উৎসব মানেই হইহুল্লোড়। আর তাতে তারকাদের ভিড়। গণেশ পুজোর দিনও তেমন ছবিই ধরা পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট নববিবাহিত দম্পতি হিসাবে তাদের প্রথম গণেশ উৎসব পালন করলেন। করিনা কাপুর, অর্জুন কাপুর, কিয়ারা আদবানি-সহ বেশ কিছু তারকাকে এদিন দেখা গেল আম্বানিদের পুজো মণ্ডপে।
শনিবার রাতে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় জমকালো গণেশ পুজো আয়োজন করা হয়েছিল। বোমন ইরানি, শচীন টেন্ডুলকার, সুনীল শেট্টি, আমির খান, সাইফ আলি খান, কারিনা কাপুর এবং অর্জুন কাপুরের মতো তারকারা এদিন এসেছিলেন উদযাপনে।
আরও পড়ুন: গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে
করিনাকে তার স্বামী এবং অভিনেতা সইফ আলি খানের সঙ্গে অংশ নিতে দেখা গিয়েছে এবং তাঁরা রং মিলান্তি করে পরেছিলেন লাল রঙের এথনিক পোশাক। মুকেশ আম্বানি আয়োজিত গণেশ দর্শনের সময় সইফের পরণে ছিল ধুতি আর পঞ্জাবি, আর করিনাকে দেখা গেল সালোয়ারে।
আরও পড়ুন: ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি ঋতাভরীর-মা শতরূপা
অনুষ্ঠানে সোনম কাপুরও বেছে নিয়েছিলেন লাল রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। অভিনেতা সুনীল শেট্টি উৎসবে যোগ দিয়েছিলেন। অভিনেতা টাইগার শ্রফকে তার বাবা এবং অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে গণেশ ঠাকুরের দর্শনে আসতে দেখা গেল।
আরও পড়ুন: সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…