বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন এই অভিনেত্রী। আজকাল তার নতুন ছবি 'এমারজেন্সি'-এর জন্য খবরে রয়েছেন। এই ছবিতে অভিনেত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি তেলুগু সিনেমা 'রাজাকার'-এর ট্রেলার লঞ্চে অংশ নিয়েছিলেন কঙ্গনা। এ সময় অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা কি কখনও তাঁর মাথায় এসেছে? মজার ভঙ্গিতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি শুধু ‘এমারজেন্সি’ নামে একটা সিনেমা করেছি। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন'। এরপর তিনি জোরে জোরে হাসতে থাকেন। আসলে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কঙ্গনা বলেছিলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। কিন্তু, রাজনৈতিক মতাদর্শ পূর্ণ একজন ব্যক্তি। আরও পড়ুন: একা থাকা কতটা উপভোগ করেন? ‘সিঙ্গেল' হওয়া নিয়ে কী জানিয়েছেন সলমন, টাবু, অক্ষয়রা
টুইট করে ২০২৩ সালে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি একজন সংবেদনশীল এবং বিবেকবান ব্যক্তি। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমাকে অনেকবার রাজনীতিতে যোগ দিতে বলা হয়েছিল। আমি দিইনি।’ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদের একটি টুইটের জবাবে একথা বলেন তিনি। আরও পড়ুন: কোট-প্যান্টে বিয়ে বাড়িতে অরুণ দা, রাগের চোটে পুরো ধুয়ে দিলেন ‘নন্দিনী দির ভাইকে’