২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বিস্তর কটাক্ষ, ট্রোল সহ্য করেছেন দুজনেই। কিন্তু সেসবকে যে তাঁরা একেবারেই পাত্তা দেন না এদিন বোঝা গেল। উল্টে নিজেদের 'ট্রেন্ড সেটার' বলে দাবি করলেন এই তারকা জুটি।
আরও পড়ুন: 'অনেক দিনের স্বপ্ন ওর সঙ্গে বাংলা লোকগান গাইব...' শুভজিতের সঙ্গে ইন্ডিয়ান আইডলে কোন গানে ঝড় তুললেন শ্রেয়া?
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
কী ঘটেছে?
গত বছর যখন কাঞ্চন শ্রীময়ী আচমকাই ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দেন তখন তাঁদের বয়সের বিস্তর ফারাক নিয়ে তুমুল চর্চা, বিদ্রূপ চলেছে। এরপর তাঁরা যখন সাতপাকে বাঁধা পড়েন বা তাঁদের সন্তান হয় তখনও তাঁদের কম ট্রোলের মুখে পড়তে হয়নি! হানিমুন তথা বেবিমুন থেকে যখন কাঞ্চন শ্রীময়ী নিজেদের নানা মুহূর্ত শেয়ার করেন সেই সময়ও হাসাহাসির ধুম পড়েছিল নেটমাধ্যমে। অনেকেই তাঁদের সম্পর্ককে 'অবৈধ' তকমা দেন। কিন্তু সেসবকে উপেক্ষা করে তাঁরা নিজেদের মতো থাকেন। এদিন কাঞ্চন শ্রীময়ী স্পষ্টই জানিয়ে দেন যতই তাঁদের 'অবৈধ' বলা হোক, আদতে তাঁরা 'ট্রেন্ড সেটার'।