কিছুদিন আগেই সুরলোকে পাড়ি দিয়েছেন বাংলাদেশের ছায়ানটের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সনজিদা খাতুন। তাঁর শেষকৃত্যের আগে গানে গানে শেষ বিদায় জানানো হয়। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু সেখানকার বেশ কিছু বিদ্বেষমূলক কমেন্ট নজর কেড়েছে অনেকেরই। এবার সেটারই বিরোধিতা করলেন বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’-এ ধরা দেওয়ার আগে 'গুন্ডাগিরি' অনির্বাণের! 'হুলিগানিজম' করে কী ঘটাল তাঁর দল?
কী ঘটেছে?
সনজিদা খাতুনকে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে শ্রদ্ধা জানানো হয়। ফুল এবং গানে গানে তাঁকে শেষ বিদায় জানান তাঁর অনুরাগীরা। অন্যদিকে তাঁর ছায়ানটেও গানে গানেই বিদায় জানানো হয় তাঁকে। সেই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে নানা ব্যক্তি নানা বিদ্বেষ উগরে, বিদ্রূপ, কটাক্ষ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, 'প্রথমে মনে হয়েছে কোনও হিন্দু মারা গিয়েছ। পরে দেখলাম সনজিদা খাতুন।' আরেকজন লেখেন, 'গান না গেয়ে ওঁর জন্য দোয়া করেন।' কেউ আবার প্রশ্ন করেন, 'ওঁকে কি কবর দেওয়া হবে নাকি চিতায় জ্বালানো হবে?' কেউ আবার গোটা ঘটনাকে 'ইসলাম বিদ্বেষী নারী চক্র'র কাজ বলে দাগিয়ে দেন। এদিন এই ঘটনার বিরোধিতায় সরব হন জ্যোতিকা জ্যোতি।
জ্যোতিকা এদিন এই মন্তব্যগুলোর স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'গতকাল ছায়ানটে সনজিদা খাতুনের শেষ বিদায়ের লাইভ দেখছিলাম একটি অনলাইন পোর্টালের পেইজে।লাইভ চলাকালীন যেসব কমেন্ট আসছিল সেগুলো দেখে আমি আজ এখন পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত।আমি শুধু ভাবছি কোথায় যাচ্ছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে এদেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা,কোথায় যাচ্ছে মানুষের রুচি।' তিনি এদিন আরও লেখেন, 'কিছু কমেন্ট তুলে ধরলাম, এর বেশি আর নিতে পারছিলাম না।'
আরও পড়ুন: মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকা খুদে কিন্তু টলিউডের সঙ্গীত জগৎ রাজ করছে বর্তমানে, চিনতে পারছেন?
প্রসঙ্গত বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা হলেন সনজীদা খাতুন। শুধু তাই নয়, তিনি ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্যও বটে। ৯১ বছর বয়সে তিনি ২৫ মার্চ, গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।