৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সবথেকে বড় চমকটা দিয়েছেন বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার বাংলা মিউজিক ভিডিয়োতে গান গেয়ে চমকে দিয়েছেন অভিনেত্রী। নারী দিবসেই মুক্তি পেয়েছে 'আমি কাফি'। জ্যাকলিনের পাশাপাশি বাংলার আরও কিছু পরিচিত মুখ ধরা পড়েছে এই গানে। ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে এই গান।
জ্যাকলিনের মনোমুগ্ধকর কণ্ঠের সঙ্গে এই গানে জুড়েছে অমৃতা সেনের প্রাণবন্ত কণ্ঠ, সিজির গতিশীল র্যাপের মিশ্রণ। সবমিলিয়ে গানটি একটা সুন্দর গতি পেয়েছে। SVF- মিউজিকের সহায়তায় তৈরি হয়েছে এই গান। ইতিমধ্যেই দর্শক-শ্রোতাবন্ধুদের দরবারে হাজির এই গান। ৮ মার্চ গানটি মুক্তির সঙ্গে সঙ্গে ইউটিউবে এই মিউজিক ভিডিয়োটি দেখে ফেলেছেন প্রায় ৮৬ হাজার মানুষ। জ্যাকলিন এই প্রথম বাংলা গান গলা দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলা গানের সঙ্গে জুড়ে যেতে পেরে আমি খুশি। এই গানটা আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। বাঙালি শ্রোতাদের জন্য বাংলা ভাষায় গান গেয়ে আমি খুশি।’
এই গানের মিউডিক ভিডিয়োটির দৃশ্যায়নে জ্যাকলিনের পাশাপাশি দেখা গিয়েছে অমৃতা সেন, রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য্য এবং অঙ্কিতা সিংকে। গানের দৃশ্যায়নে সোনালি রঙের ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকলিন। বাকিদের সাজপোশাকও বেশ চটকদার। এছাড়াও রাজকুমারী কোকো-কে দেখা গিয়েছে সোনালি ড্রেসে। আর অঙ্কিতা সিং-কে দেখা হিয়েছেন লাল ড্রেসে, ডিম্পল আচার্যকে কালো শাড়িতে আর শতাব্দী দত্ত বণিককে ধূসর রঙের শাড়িতে দেখা যায়।
গানের দৃশ্যপটে উঠে এসেছে কলকাতার প্রিন্সেপ ঘাট সহ কলকাতার বিভিন্ন অলিগলি।
কয়েকমাস আগেই স্টর্মরাইডার শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতা ও দর্শকদের মন কেড়েছিল। আর এবার SVF-মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানেরই বাংলা সংস্করণ বের করেছেন অমৃতা সেন ও সিজি। আর তাঁদের সঙ্গেই এই 'আমি কাফি'-তে গলা মিলিয়েছেন জ্যাকলিন।