অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট একটি ক্রুজে ইউরোপে তাঁদের দ্বিতীয় প্রি-ওয়েডিং ব্যাশ করেন। ইতালি এবং ফ্রান্সের দক্ষিণে স্টপেজ সহ ক্রুজে উদযাপন চার দিনব্যাপী চলে। ইভেন্টে বলিউডের বেশ কয়েকজন এ-লিস্টার,সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর এবং বিশ্বের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিসেস গ্লোবাল এশিয়া ২০২৩ দানিয়া নিজামিকেও (ইনস্টাগ্রাম/@daniyanizami11) আম্বানি পরিবার ইউরোপের জমকালো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ক্রুজের ভিতর থেকে ইভেণ্টের খুঁটিনাটি তুলে ধরলেন আমাদের কাছে।
ভিডিয়োগুলির একটিতে ক্যাপশন দেন,‘অবশেষে আম্বানির প্রি-ওয়েডিংয়ে আমন্ত্রণ পেয়েছি,’। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে নিজামী তাঁর মেয়েকে নিয়ে ফ্লাইটে উঠছেন। তারপরই তাকে ক্রুজে চড়তে দেখা যায়, যেখানে গ্র্যান্ড প্রি-ওয়েডিং পার্টির আয়োজন হয়েছিল। অপর একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি, যাতে লেখা ছিল,‘আম্বানির ক্রুজের ঝলক’। সেখানে দেখা যাচ্ছে যে ক্রুজ জাহাজটি জলের মধ্য দিয়ে যাচ্ছে আর তৈরি হচ্ছে অপূর্ব ঢেউ।
আরও পড়ুন : প্রেমিকের হাত ধরে আম্বানির প্রি-ওয়েডিংয়ে জাহ্নবী, কেমন কাটল শ্রীদেবী কন্যার ইউরোপ সফর?)
মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ১২ই জুলাই মুম্বইতে বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই থেকেই বিয়ের পিরিতে বসছেন তাঁরা।
আরও পড়ুন : (কদিন আগে ওঠে স্তন স্পর্শের প্রসঙ্গ! ‘জনসম্মুখে নোংরা…’, সঞ্জিদার নামে কী বললেন প্রাক্তন আমির)
আগামী ১২ই জুলাই শুক্রবার শুভ বিবাহ বা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। অতিথিদের ঐতিহ্যবাহী (Traditional) ভারতীয় পোশাক পরতে অনুরোধ করা হয়েছে ওইদিন। এরপর ১৩ই জুলাই শনিবার আশীর্বাদের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে। রবিবার, ১৪ই জুলাই একটি চোখ ধাঁধানো রিসেপশন অনুষ্ঠিত হবে।