ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর শেষের ঘণ্টা বেজে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহের শনি এবং রবিবার দুই দিন ধরে সম্প্রচারিত হবে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। কিন্তু একি! তার আগেই বাড়ির পথে রওনা দিয়ে দিলেন এবারের বাংলার ৩ ফাইনালিস্ট! কী ব্যাপার?
আরও পড়ুন: রহস্যের গন্ধ-বিষাদের ছোঁয়া ইমনের গানের পরতে পরতে! প্রকাশ্যে দুর্গাপুর জংশনের 'আমি অপরাধী'
আরও পড়ুন: ছেলের মৃত্যুর বদলা নিতে জামাইকে গুলি ফুলকির 'জেঠিমা'র! আদৌ কি মৃত্যু হবে রুদ্রর? নাকি আসবে নয়া চমক?
কী ঘটেছে?
এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর টপ ৬ ফাইনালিস্টদের মধ্যে ৩ জন বাঙালি। আর সেই তিন বাঙালি যে গ্র্যান্ড ফিনালের আগেই বাড়ি ফিরছেন সেটা এদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই জানা গেল। মানসী ঘোষ এদিন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং শুভজিৎ চক্রবর্তী পাশাপাশি বসে। আর তাঁদের পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু দত্ত। বিমানে বসে এই ছবিটি তুলেছেন তাঁরা। মানসী তাঁদের বাড়ি ফেরার এই ছবিটি পোস্ট করে লেখেন, 'বাড়ি ফিরছি।' সঙ্গে মেনশন করেছেন দুই বন্ধুকেও। কিন্তু গ্র্যান্ড ফিনালে হওয়ার আগেই বাড়ি ফিরছেন তাঁরা, তবে কি এবারও কোনও বাঙালি ইন্ডিয়ান আইডলের খেতাব জিততে পারল না?
না, বিষয়টা একদমই সেরকম না। ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। খালি সম্প্রচার বাকি। তাই তাঁরা বাড়ি ফিরতে পারছেন। যদিও কে বিজয়ী হয়েছেন, আদৌ বাংলার এই তিন প্রতিযোগীর মধ্যে কেউ সেরা হলেন কিনা সেটা এখনই জানা যায়নি। তার জন্য আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর টপ ৬
টপ সিক্সে আছেন তিন বাঙালি। টপ ৬ প্রতিযোগীরা হলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। সেরার মুকুট শেষ পর্যন্ত কে পান সেটাই দেখার!
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর গ্র্যান্ড ফিনালে
ইতিমধ্যে সম্প্রচারিত হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেমি ফাইনাল। সেখানে সেরা ৮ থেকে সেরা ৬ জনকে বেছে নেওয়া হয়েছে এবার। এই ৬ জনের মধ্যে চলবে প্রথম হওয়ার লড়াই। আর সেই দুদিন ব্যাপী গ্র্যান্ড ফিনালেতে থাকছে একগুচ্ছ চমক।
আরও পড়ুন: টিমটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ কোটিও পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
এবারের গ্র্যান্ড ফিনালেতে অন্যতম প্রধান অতিথি হয়ে থাকবেন মিকা সিং। তাঁকে গান গাইতেও দেখা যাবে। এছাড়া শিল্পা শেট্টি তাঁর নাচের জাদুতে ঝড় তুলবে এই রিয়েলিটি শোয়ের মঞ্চে। হাজির থাকবেন আরেক বলিউডের অভিনেত্রী রবিনা টন্ডন। এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম বিচারক বাদশার সঙ্গে নাচ করছেন রবিনা।