এক্কেবারে শেষ লগ্নে রয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আগামী শনি রবিবার, দুদিন ধরে চলবে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড এই ফিনালে। এদিকে গানের এই রিয়েলিটি শোয়ে শুরু থেকেই চর্চায় রয়েছেন বাঙালি প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী। তবে শুধুই শুভজিৎ নন, আলোচনায় রয়েছেন তাঁর প্রেমিকা সুকন্যা ওরফে স্নেহাও।
ফাইনালের ঠিক আগেই প্রেমিকার ছবি পোস্ট করে ভালোবাসার ইস্তেহার করেছিলেন ইন্ডিয়ান আইডলের ফাইনালিস্ট শুভজিৎ চক্রবর্তী। আর এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকদের সঙ্গে মা, ভাই এবং প্রেমিকা স্নেহার আলাপ করিয়ে দেন শুভজিৎ। স্নেহাকে দেখে একপ্রকার চমকে গিয়েছিলেন র্যাপার-গায়ক বাদশা। তবে শুভজিৎতের প্রেমিকা স্নেহার সম্পর্কে অনেক কথা খোলসা করেন বাঙালি গায়িকা, বিচারক শ্রেয়া ঘোষাল। সেই মুহূর্তটিই উঠে এসেছে চ্য়ানেল কর্তৃপক্ষের ইনস্টাগ্রামে উঠে আসা শোয়ের প্রমোয়। কী আছে তাতে?
দেখা যাচ্ছে, বিশেষ পর্বে অতিথি হিসাবে উপস্থিত রবিনা ট্যান্ডন। ‘ম্যায় খিলাড়ি তু অনাড়ি’ গানটি গাইতে শোনা যাচ্ছে শুভজিৎকে। এই গান শুনে বাদশা বলেন, ‘আমি ভাবিই নি যে তোমার গলায় এই গান শুনে আমায় গায়ে কাঁটা দেবে…।’ এরপরই মঞ্চে দেখা মেলে শুভজিৎ মা, ভাই ও প্রেমিকার। শ্রেয়া তাঁকে প্রশ্ন করেন, ‘সঙ্গে এই দুজন কারা? (মায়ের সঙ্গে আগেই আলাপ করিয়েছিলেন শুভজিৎ)’ শ্রেয়ার প্রশ্নের সঙ্গে সঙ্গেই শুভজিৎ আলাপ করিয়ে বলেন, ‘এটা সুকন্যা, এর কথাই আপনাদের আগে বলেছিলাম। আর এটা সুমন, আমার ভাই।’
এরপর শ্রেয়া নিজেই স্নেহা সম্পর্কে বলেন, ‘এটা হল আসলে শুভজিৎই ইন্সপিরেশন’। পাশ থেকে সঞ্চালক বলেন, ‘গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড। শ্রেয়া পাল্টা বলেন, না গার্লফ্রেন্ড বলাটা ঠিক হবে না। কারণ, একবার ও নিজেই এক এপিসোডে বলেছিল, ফোক মিউজিকের ক্ষেত্রে কোন গানটা কার সঙ্গে জোড়া যাবে, ও শুভকে ইনি বলে দেন। তাই ও নিজেও শুভজিৎ-এর মিউজিকের অংশ।’
এরপর মঞ্চে উঠে গিয়ে শ্রেয়া সুকন্যা ও শুভজিৎ-এর গালে টিকা লাগিয়ে দেন শ্রেয়া। বলেন, ‘নজর না লাগে তুমহে অউর তেরি পেয়ারিসি সুকন্যা কো…।’