অভিনেত্রী হুমা কুরেশি এবং তাঁর ভাই সাকিব সেলিম ১২ সেপ্টেম্বর কাশ্মীরে আয়োজিত চমৎকার শোতে ফ্যাশন ডিজাইনার বরুণ বেহলের জন্য শো-স্টপার হয়েছিলেন। ডিজাইনার কাশ্মীরের মোহনীয় সৌন্দর্যের জন্য 'কাশ্মীরকে একটি প্রেমের চিঠি' নামে তাঁর এই নতুন ডিজাইনিং কালেকশনের নাম রেখেছেন।
হুমা একটি আধুনিক অথচ ঐতিহ্যবাহী নববধূর সাজে এ দিন ব়্যাম্পে হাঁটেন। রাজকীয় শ্যাম্পেন গোল্ড ব্রাইডাল লেহেঙ্গা পরে র্যাম্পে হুমার অনবদ্য সাজে ধরা দেন। ভারী লেহেঙ্গায জুড়ে ফুলের কাজ করা। ডিজাইনার ভারী ওড়না দিয়ে মাথা ঢেকেছেন তিনি। আরও পড়ুন: শাড়িতে অনবদ্য এভারগ্রিন রেখা, মানুষী থেকে বাণী, অ্যাওয়ার্ড শোয়ে চাঁদের হাট
ডিজাইনার বরুণ বেহলের ডিজাইন করা লেহেঙ্গা ফুলের ফ্লেয়ার, টোন-অন-টোন ফ্লোরাল মোটিফের সিম্ফনি দিয়ে আবৃত। অভিনেত্রীর অন-র্যাম্প ব্রাইডাল গ্ল্যাম, চোখের মেকআপ এবং রেট্রো-অনুপ্রেরিত হেয়ারস্টাইল সকলের নজর কেড়েছে। ভারী স্টেটমেন্ট নেকলেস, আংটি এবং দ্য হাউস অফ রামভাজোস থেকে সীস পাট্টি পরেছেন অভিনেত্রী।