একসময়ের জনপ্রিয় অভিনেতা, পরে খ্যাতনামী পরিচালক, বলিউডের চর্চিত নাম রাকেশ রোশন। আবার তাঁর ছেলে হৃত্বিকও বর্তমান প্রজন্মের সুপারস্টার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নানান বিষয়ে মুখ খুলেছেন রাকেশ রোশন। এই সাক্ষাৎকারে ছেলে হৃত্বিকের তোতলামির সঙ্গে লড়াই নিয়েও কথা বলেছেন পরিচালক-প্রযোজক।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেন, হৃতিক রোশন ‘ধন্যবাদ, দুবাই’ এই কথাটা মঞ্চে উঠে বলতে গিয়েও আটকে গিয়েছেন। রাকেশ আরও জানান, কীভাবে হতাশ হৃতিক একবার নিজেকে বাথরুমে আটকে রেখেছিলেন।
হৃতিকের তোতলামির লড়াই নিয়ে মুখ খুললেন রাকেশ রোশন
ছেলে হৃতিকের তোতলামির সমস্যার কথা বলতে গিয়ে রাকেশ বলেন, 'আমার খারাপ লাগত। ও অনেক কিছুই বলতে চাইত। ও যথেষ্ঠ শিক্ষিত এবং খুবই বুদ্ধিমান। কিন্তু তোতলামির কারণে ও নিজেকে আটকে রাখত। আমার বেশ মনে আছে, একবার ও দুবাইতে ছিল, আর ও শুধু সকলকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন, বলতে চেয়েছিল ধন্যবাদ দুবাই। আর 'ডি' শব্দটা নিয়েই আটকে যেত ও…'।
হৃতিক একবার নিজেকে বাথরুমে আটকে রাখেন
রাকেশ রোশন ছেলেকে নিয়ে আরও বলেন, ‘সেবার ও নিজেকে বাথরুমের ভিতরে বন্ধ করে রেখেছিব। শুধুমাত্র হৃদয় থেকে এই দুটি বাক্য শিখতে, বলার চেষ্টায় যে ধন্যবাদ দুবাই। তাই আমার খারাপ লাগতো, ও এত প্রগতিশীল একটা মানুষ, তবে এই একটা সমস্যা ওকে আটকে রাখত। এই তোতলামির সমস্যা নিয়ে ও অনেক পরিশ্রম করেছে। ও রোজ সকালে ঘুম থেকে উঠে ইংরেজি, হিন্দি ও উর্দুতে এক ঘন্টার জন্য সংবাদপত্র পড়ত। এখন অবশ্য ও আর তোতলায় নেই। সমস্যাটা ও গত ১০, ১২, ১৪ বছর ধরে কাটিয়ে উঠেছে।’