ছোটবেলার স্মৃতি সতই মধুর। একথা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সত্যি। যদি কারোর আলাদা করে কোনও তিক্ত স্মৃতি না থাকে তাহলে শৈশব সব মানুষের কাছেই মধুর। মা-বাবার আদরে, ভালোবাসায় নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় সেই সময়। সম্প্রতি ফ্যান পেজের হাত ধরে ভাইরাল জনপ্রিয় গায়িকার ছবি। মায়ের সঙ্গে সুন্দর দুটি মুহূর্ত উঠে এসেছে বলিউডের খ্যাতনামা এই বাঙালি গায়িকার।
একটি ছবিতে নদীর পাড়ে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গায়িকার মাকে। তাঁর পরনে সবুজ রঙের ট্রাডিশনাল শাড়ি, খোলা চুলে, ছিমছাম সাজে দেখা গিয়েছে তাঁকে। আরও একটি ছবিতে বেশকয়েকটি বেলুন হাতে মায়ের সামনে দাঁড়িয়ে ছোট্ট গায়িকা। এক্কেবারে সহজ-সরল নিষ্পাপ শৈশব। চিনতে পারছেন কে এই গায়িকা?
সুবিধার জন্য বলে রাখি, এই গায়িকা কিন্তু খাঁটি বাঙালি। বিয়েও করেছেন বাঙালিকে। রয়েছে ১ পুত্র সন্তান। বলিউডের নামী জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা তিনি। সদ্য আইপিএল-এর অনুষ্ঠানেও গেয়েছেন। এবার চিনতে পারছেন ইনি কে?
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইনি শ্রেয়া ঘোষাল। সদ্য ফ্যান ক্লাবের হাত ধরে ভাইরাল হয়েছে শ্রেয়ার ছোটবেলার এই দুই ছবি।