ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। বর্তমানে তাঁকে পুবের ময়না ধারাবাহিকে নির্ঝরের ভূমিকায় দেখা যাচ্ছে। এদিন সেই গৌরব রায় চৌধুরী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন তাঁর বাবাকে নিয়ে, বাবার মৃত্যুবার্ষিকীতে। সেখানেই তিনি এই কথাটি লেখেন।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম শিবরাত্রিতে উপোস করেও কাজে শ্বেতা! রুবেল পত্নী বললেন, ‘আমি শিবকে…’
কী লিখেছেন গৌরব?
এদিন গৌরব রায় চৌধুরী ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে তাঁর বাবার মালা পরানো ছবি থেকে শুরু করে তাঁর ছোটবেলায় বাবার সঙ্গে বসে থাকা, বাবার অল্প বয়সের সহ বেশ কিছু ছবি পোস্ট করেন। সঙ্গে একটি মন কেমন করা লেখাও লেখেন।
গৌরব এদিন তাঁর বাবার উদ্দেশ্যে লেখেন, 'জানি অনেক বছর পেরোল, আজ সেই দিন যেদিন তুমি সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে চলে গেলে অন্য জগতে। খুব খারাপ করেছিলে। তুমি তো জীবনটাই দেখলে না। এই সুন্দর পৃথিবীকে দেখলে না। এটা সত্যিই তোমার দুর্ভাগ্য।'
শুধু তাই নয়, এদিন এই খোলা চিঠিতে তিনি তাঁর বাবাকে জানান কেন তিনি গোঁফ রাখেন না। বলেন, 'সরি আমি তোমার মতো গোঁফ রাখতে পারলাম না। এখন দাড়ি রাখার যুগ। চেষ্টা করেছিলাম, ছবিতে দেখো। কিন্তু খুবই বোকা বোকা লাগছিল। দর্শকরাই রিজেক্ট করে দিয়েছে।'
অভিনেতা তাঁর এই আবেগঘন বার্তার শেষে বাবার উদ্দেশ্যে লেখেন, ' জানি আমরা এক আত্মা ছিলাম। কিন্তু তোমায় একটু অপেক্ষা করতে হবে। আমার সময় দেরি আছে। আমি যাওয়ার কথায় দাঁড়ি টেনেছি। অনেক কাজ নাকি আছে, কারণ আমি একবার গেলে ফিরব না। আমি জানি মুক্তির মানে কি। ভালো থেকো বাবা। তুমি আমার মধ্যেই থাকবে। আমি কারও সঙ্গে তোমায় ভাগ করব না।'
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
কে কী বলছেন?
অনেকেই গৌরব রায় চৌধুরীর এই পোস্টে মন্তব্য করেছেন। অধিকাংশ নেটিজেনরাই জানিয়েছেন যে অভিনেতাকে তাঁর বাবার মতো দেখতে একেবারে। কেউ কেউ আবার তাঁকে শক্ত থাকার, ভালো থাকার বার্তা দিয়েছেন।