বিষ্ণোই গ্যাং-এর টার্গেট এখন সলমন খান। প্রাণভয় বুকে নিয়েই দিন কাটছে ভাইজানের। এরই মাঝে মাঝে মুম্বই আদালতে জানাল বড় তথ্য। জানা যাচ্ছে, ২০২৪-এর ১৪ এপ্রিল বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় মূল টার্গেট ছিলেন সলমন খান। PTI সূত্রে খবর, আনমোল বিষ্ণোই যিনি কিনা লরেন্স বিষ্ণোই-এর ভাই, তিনিই এই চক্রান্ত করেছিলেন।
ইতিমধ্যেই এই গুলি চালনার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভিকি গুপ্তা ও সাগর পাল নামে দুই দুষ্কৃতীকে। আদালত তাঁদের জামিনে মুক্তি দিতে অস্বীকার করেছে। বিশেষ বিচারক বিডি শেলকে জানিয়েছেন, এই অপরাধের ধরণটি মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন (MCOCA) এর আওতায় রয়েছে। গত ১৮ অক্টোবর দুই ধৃতের জামিন প্রত্যাখ্যান করে আদালত। ভিকি ও সাগরকে নামে এই দুই দুষ্কৃতীকে চলতি বছরে শুরুর দিকে গুজরাট থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি বলছে গুপ্তা এবং আনমোল বিষ্ণোইয়ের মধ্যে কল ট্রান্সক্রিপ্টের (ভয়েস বা ভিডিয়ো কল) মাধ্যমে কথোপকথন হয়েছিল। আর তাতে এই তথ্য সামনে এসেছে যে এই হামলাটি আনমোলের নির্দেশেই হয়েছিল।