Sabyasachi-Kinjal: প্রসেনজিৎ-শ্রাবন্তীর 'দেবী চৌধুরানী'তে RG কর আন্দোলনের অন্যতম ‘মুখ’, সব্যসাচীর সঙ্গে শ্যুটিংয়ে কিঞ্জল
Updated: 06 Nov 2024, 11:13 PM IST Ranita Goswami 06 Nov 2024 Prosenjit Chatterjee, Srabanti Chatterjee, Indo-UK co-production, Devi Chowdhurani, Sabyasachi Chakraborty, Kinjal Nanda, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দেবী চৌধুরানী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়হুগলির দশঘড়া চকদিঘি বাগানবাড়িতে হয়েছে ‘দেবী চৌধুরানী’র শেষ অংশের শ্যুটিং। তারকেশ্বর মোড় থেকে ডান দিকে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার দূরে রয়েছে চকদিঘি।সেই রাস্তা ধরে এগোতেই সামনে প্রকাণ্ড বাড়িটি, স্থানীয়রা চকদিঘি বাগানবাড়ি’ বলে থাকেন। সেখানেই শ্যুটিং করলেন সব্যসাচী চক্রবর্তী ও কিঞ্জল নন্দ।
পরবর্তী ফটো গ্যালারি