শুরুতেই সব হিসাব-উলটে দিয়ে জ্বলে উঠেছে ‘ফুলকি’। প্রথম সপ্তাহেই চ্যানেল টপার জি বাংলার নতুন মেগা। শুধু তাই নয়, সার্বিক টিআরপি তালিকায় দু-নম্বরে জায়গা করে নিয়েছে এই মেগা সিরিয়াল। স্বভাবতই খুশির হাওয়া ‘ফুলকি’ পরিবারে। গত ১২ই জুন থেকে একই সময়ে পথচলা শুরু হয়েছিল ‘ফুলকি’ ও ‘সন্ধ্যাতারা’র। অন্বেষা হাজরার মতো জনপ্রিয় অভিনেত্রীকে পিছনে ফেলল নবাগতা দিব্যানি। সন্ধ্যাতারাকে বড় ব্যাবধানে পিছনে ফেলেছে এই মেগা। ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৭.২। অন্যদিকে টিআরপি তালিকায় মাত্র ৫.০ নিয়েই সন্তুষ্ট থাকতে হল টিম ‘সন্ধ্যাতারা’কে। আরও পড়ুন-প্রথম সপ্তাহেই সন্ধ্যাতারা-কে টপকে বাজিমাত ফুলকির! অনুরাগের ছোঁয়া কি প্রথম হল?
‘মিঠাই’কে ৫৬ বার বেঙ্গল টপার বানানো পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের কাঁধেই রয়েছে ‘ফুলকি’র দায়িত্ব। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বললেন, এখনও অনেকটা পথ বাকি, সবে শুরু। তবে শুরুটা আশানুরূপ হয়েছে। কিন্তু ফুলকির যা মেরিট এটা আরও অনেক দূর যাওয়ার আছে। আমি নিজেও তো একজন দর্শক, দর্শক হিসাবে আমার নিজের ফুলকি ভালো লাগছে'। মিঠাই-এর পর ‘ফুলকি’ নিয়ে বাড়তি চাপ রয়েছে? পরিচালকের অকপট জবাব, ‘দেখো মিঠাই হোক বা রাসমনি কোনওটার সাফল্য় বলে বলে হয়নি। আমরা স্বতঃস্ফূর্তভাবে একটা ভালো কাজ করার চেষ্টা করেছিলাম সবাই মিলে, এখানেও সেটাই করছি। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব’।
‘ফুলকি’র প্রশংসাতেও পঞ্চমুখ পরিচালক জানালেন, 'শেখার আগ্রহ রয়েছে মেয়েটার মধ্যে, খুব ভালো মেয়ে। মন দিয়ে কাজ করছে। মন বলছে দিব্যানি খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে ইন্ডাস্ট্রিতে'। আগামিতে একঝাঁক চমক থাকছে ‘ফুলকি’র ঝুলিতে। শীঘ্রই আসবে বিয়ের ট্র্যাক জানালেন পরিচালক।
পরিস্থিতির চাপে পড়ে বক্সিং থেকে দূরে সরে গিয়েছে রোহিত (অভিষেক বসু), দাদার মৃত্যুর জন্য় পরিবারের লোকজনই দায়ী করে রোহিতকে। প্রাণোচ্ছ্বল ফুলকির হাত ধরে কীভাবে এই দায় থেকে মুক্তি পাবে রোহিত? কীভাবে ফের বক্সিং ফিরে আসবে তাঁর জীবনে, সেই নিয়েই এগোবে ‘ফুলকি’র গল্প।
কথায় আছে কারুর পৌষ মাস, তো কারুর সর্বনাশ। একদিকে যেমন ফুলকি চ্যানেল টপার, তেমনই সন্ধ্যা সাড়ে ৭টার স্লট কেড়ে নিয়ে বিকাল ৬টার স্লটে পাঠানো ‘গৌরী এলো’-র নজিরবিহীন ভরাডুবি দেখে হাঁ সকলে। দু-সপ্তাহ আগে বেঙ্গল টপার হওয়া মেগা সিরিয়ালের টিআরপি নেমে এসেছে সোজা ২. ৮-এ। ‘রামপ্রসাদ’কে টেক্কা দিয়ে স্লট পর্যন্ত দখল করতে পারেনি ঈশান-গৌরী। গৌরী-র সঙ্গে অবিচারের অভিযোগ তুলছে ফ্যানেরা। ‘ফুলকি’র আগমনে জগদ্ধাত্রীর জলওয়াও ম্লান। এই সপ্তাহে তৃতীয়স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে এই মেগা সিরিয়ালকে।