অভিনেত্রী এষা দেওল সম্প্রতি বন্দে ভারত ট্রেনে চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিলেন এবং তা শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি সোশ্যাল মিডিয়ায় তার ট্রেনযাত্রার আনন্দময় ট্রেন যাত্রার ঝলক শেয়ার করেছেন।
যাত্রার রোমাঞ্চকর
সোমবার, এষা ইনস্টাগ্রামে ‘ট্রেন যাত্রা’র ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন। ভিডিয়ো ক্লিপটিতে দেখা যায় মুম্বাই সেন্ট্রাল থেকে ট্রেনে চড়লেন এষা। আর ট্রেনে উঠেই চটপট তুলে নিলেন কয়েকটি সেলফি। তবে কোন গন্তব্যে যাচ্ছেন তা খোলসা করেননি।
নিজের আসনে বসতে বসতে এষা দেশের দ্রুত বিকশিত পরিকাঠামোর প্রশংসা না করে পারলেন না। মুখে হাসি নিয়ে তিনি ট্রেন ভ্রমণের আনন্দ শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।
ভিডিওতে তিনি লেখেন, 'দীর্ঘদিন পর ট্রেনে চড়লাম। আজ আমি বন্দে ভারত চড়ে যাব।ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'ট্রেন রাইড #traveldiaries #trainride #mumbaicentral #vandebharat #workmode #smoothride #reelitfeelit #trendingreels #india #hoodie #mystyle #indianinfrastructure #atitsbest #chill #love #eshadeol #gratitude'।
এষা দেওলের অভিনয় কেরিয়ার
এষা বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন কোই মেরে দিল সে পুছে-এর মাধ্যমে। পরে তিনি না তুম জানো না হাম, কেয়া দিল নে কাহা, কুছ তো হ্যায়, চুরা লিয়া হ্যায় তুমনে এবং এলওসি: কার্গিলের মতো ছবিতে অভিনয় করেছিলেন। 'যুবা', 'ধুম', 'ইনসান', 'কাল', 'দশ', 'নো এন্ট্রি'র মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন তিনি। এষাকে শেষ দেখা গিয়েছিল ২০২১ সালের শর্ট ফিল্ম এক দুয়া-তে। তিনি অজয় দেবগনের ২০২২ সালের থ্রিলার সিরিজ রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস এবং সুনীল শেট্টি অভিনীত হান্টার: টুটেগা নেহি তোড়েগা-তেও ছিলেন।
এষার ডিভোর্স
এষা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে। তার একটি ছোট বোন অহনা দেওল রয়েছে। ২০১২ সালের জুন মাসে ভরত তখতানির সঙ্গে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেন। ২০১৭ সালের অক্টোবরে তার বড় মেয়ে রাধ্যার জন্ম হয়। ২০১৯ সালের জুনে তিনি তার দ্বিতীয় কন্যা মিরায়ার জন্ম দেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি এষা ও ভরত ডিভোর্সের ঘোষণা দেন, বিয়ের ১২ বছর পর আলদাহন তাঁরা।