গোটা কেরিয়ার জুড়ে খালি ৩ টি হিট! ঝুলিতে রয়েছে ২৬ টা ফ্লপ ছবি। ১৯৯৮ সাল থেকে একটাও হিট ছবি উপহার দেননি, তাও তাঁকে লেজেন্ড বলে মনে করা হয়! চিনতে পারছেন কে এই বলিউডের সবথেকে অসফল পরিচালক? মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে চিনতে পারছেন? আচ্ছা, তাহলে বলি এই পরিচালক আর কেউ নন, রাম গোপাল ভার্মা।
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
বলিউডের সবথেকে অসফল পরিচালক
সিনেমার দুনিয়ায় সবটাই মাপা হয় বক্স অফিসের নিরিখে। সেটার ভিত্তিতেই ঠিক করা হয় যে কে সফল আর কে অসফল। অর্থাৎ কে সবথেকে বেশি হিট দিয়েছে, আর কে দেয়নি। আর এটার ভিত্তিতে বিচার করতে গেলে বলিউডের সবথেকে বেশি সফল অভিনেতাদের তালিকায় থাকছেন বলিউডের তিন খান সহ অমিতাভ বচ্চন। অন্যদিকে পরিচালকদের মধ্যে রাজকুমার হিরানি, যশ চোপড়া, হৃষিকেশ মুখোপাধ্যায় এঁদের ছবি ১০০ শতাংশ ক্ষেত্রেই সফল। কিন্তু আবার অন্যদিকে অনেকেই অসফল অভিনেতা বা পরিচালক আছেন। আর এঁদের মধ্যে রাম গোপাল ভার্মা বক্স অফিসের নিরিখে ফ্লপ পরিচালক হলেও তাঁকে কিন্তু সিনে আইকন বলেই মনে করা হয় কারণ তাঁর পাজেলের মতো কেরিয়ারের জন্য। তাঁর বলিউডের জগতে অবদানের জন্য।
৩৫ বছরের কেরিয়ারে রাম গোপাল ভার্মা ৩৬ টি ছবি পরিচালনা করেছেন, এক ডজন কিছু বেশি তামিল এবং তেলুগু ছবির পরিচালনা করেছেন। কিন্তু এগুলোর মধ্যে ২৬ টি বক্স অফিস ফ্লপ বা একেবারেই মুখ থুবড়ে পড়েছিল। তাঁর পরিচালিত শেষ তিনটি ছবি তো বক্স অফিসে ১ কোটি টাকাও আয় করতে পারেনি। একটি সেমি হিট। ছয়টা মোটামুটি আয় করেছে। আর গোটা কেরিয়ারে মাত্র ৩ টি হিট ছবি উপহার দিয়েছেন। আর এই তিনটি হিট ছবিই অর্থাৎ শিবা, রঙ্গিলা এবং সত্য তিনি ৯০ এর দশকে উপহার দিয়েছেন। ১৯৯৮ সালের পর রাম গোপাল ভার্মার হাত দিয়ে আর কোনও হিট ছবি তৈরি হয়নি।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, তার মানে এটা নয় যে রাম গোপাল ভার্মা ভালো ছবি বানানো বন্ধ করে দিয়েছেন। তাঁর একাধিক ছবি কিন্তু দর্শক, সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছে। কিন্তু বক্স অফিসে তেমন প্রভাব দেখাতে পারেনি। কোম্পানি, জঙ্গল, সরকার, ইত্যাদির মতো ছবিগুলো টায় টায় বেরিয়ে গেছে ফ্লপ তকমা এড়িয়ে। ২০১৭ সালে মুক্তি পাওয়া সরকার ছবির পর তাঁর নির্মিত কোনও ছবি ১ কোটির গণ্ডি টপকায়নি বক্স অফিসে। লড়কি ড্রাগন গার্ল এবং খতরা ডেঞ্জারাস ছবি দুটোকে তো সফট পর্ন হিসেবে তকমা দিয়েছেন অনেকেই। ২ লাখ টাকাও ছবি দুটো বক্স অফিসে আয় করতে পারেনি।
আরও পড়ুন: পুরনো গিল্ডে ফিরেই ফের চমক! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা থেকে সরলেন রাহুল
এই জন্যই রাম গোপাল ভার্মাকে বলিউডের সবথেকে অসফল পরিচালক বলে মনে করা হয়। কিন্তু তাও তিনি লেজেন্ড তকমা পেয়েছেন তাঁর গল্প বলার ধরন, ভারতীয় ছবিতে তাঁর অবদানের জন্য।