সামনেই রবি দিবস। আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে আগামী শুক্রবার দিদি নম্বর ওয়ানে সম্প্রচারিত হবে বিশেষ পর্ব। আর এই পর্বেই জানা যাবে তাঁর সম্পর্কে নানা অজানা তথ্য।
কী ঘটেছে?
চলতি বছরের ২৫ বৈশাখে মানে আগামী শুক্রবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে জানা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং তাঁর বাড়ির নানা অজানা তথ্য। একই সঙ্গে এদিন শিশুরা রবি গানে নাচবে। এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিশুরা আমরা নতুন যৌবনের দূত গানটিতে নাচ করছে।
এরপরই নেপথ্য কণ্ঠে শোনা যায়, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দিদির মঞ্চে রবি ঠাকুরের জীবনের অজানা গল্প। এদিনের এক প্রতিযোগী জানান তিনি ঠাকুর বাড়ির মহিলাদের নিয়ে কাজ করছেন। বলেন, 'রবীন্দ্রনাথের বাড়ির মেয়েদের উপর আমার কাজ। যখন রবীন্দ্রনাথের নতুন বৌঠান আসেন তখন তিনি কাঁচা আম খেতেন। কাদম্বরী দেবীর মৃত্যুর পর তিনি আর কখনও কাঁচা আম খাননি।'
আরও পড়ুন: বলিউড নিয়ে বিস্ফোরক প্রকাশ রাজ! কাদের উদ্দেশ্যে বলেন, 'ওরা অর্ধেকের বেশি বিক্রি হয়ে গিয়েছেন...'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
আগামী শুক্রবার ৯ মে বিকেল সাড়ে চারটে নাগাদ সম্প্রচারিত হবে এই পর্ব। সেখানে আরও নানা অজানা গল্প জানা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর পরিবারের সম্পর্কে।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে এবং সানডে ধামাকা এপিসোড প্রতি রবিবার রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা রিয়েলিটি শো। সঞ্চালিকা হিসেবে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মাসাবাকে 'নষ্ট' করার উপদেশ সব্বার, 'বিয়ের আগেই মা হচ্ছি' জানাতেই নীনাকে কী বলেন ভিভ?