দেখতে দেখতে খাদান মুক্তি পেয়েছে যে তার এক সপ্তাহ কেটে গেল। বক্স অফিসে এখন কেবল মাফিয়া থুড়ি দেবের খাদান ছবির রাজ। আর সেই ছবি ব্লকবাস্টার হতেই এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বিশেষ বার্তা দিলেন দেব। কী বললেন বাংলা 'ইন্ডাস্ট্রি'কে উদ্দেশ্য করে?
আরও পড়ুন: রণবীর-দীপিকা থেকে বিরাট-অনুষ্কা, কোয়েল-রানে: ২০২৪ এ বাবা-মা হলেন কোন কোন বলি-টলি তারকারা?
প্রসেনজিতের উদ্দেশ্যে কী বললেন দেব?
এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন নেতা দেখেই বোঝা যাচ্ছে এটি তাঁদের অল বেঙ্গল ট্যুরের সময় রেকর্ড করা হয়েছিল। খাদান ছবির প্রচারের জন্য তাঁরা যখন বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন সেই সময়ই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য এই ভিডিয়ো বানান তাঁরা। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে দেব বাসের একেবারে শেষ সিটে খাদানের টিশার্ট, কালো প্যান্ট এবং জ্যাকেট পরে বসে। এবং সকলকে থামিয়ে বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বলছেন, 'লাভ ইউ বুম্বাদা, উই মিস ইউ। টিম খাদানের পক্ষ থেকে তোমায় অনেক অনেক অনেক ব্যাঙ্ক ব্যালেন্সের শুভেচ্ছা। বম্বেতে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য আমরা তোমায় নিয়ে গর্বিত। এই গানটা তোমার জন্য।'
এরপরই তাঁকে তাঁর বাকি টিম মেম্বার অর্থাৎ পরিচালক সুজিত দত্ত রিনো, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, গায়ক রথিজিৎ ভট্টাচার্য এবং অভিনেত্রী ইধিকা পালকে বলছেন গান ধরার জন্য। তাঁরা সকলে মিলে এরপর বুম্বাদার আইকনিক গান চিরদিনই তুমি যে আমার গানটি গান। সেই গানের শেষে দেব ফের বলেন, 'লাভ ইউ বুম্বাদা, লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ বুম্বাদা।'
এদিন ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে সুমিত গঙ্গোপাধ্যায়, খাদান ছবির আরেক অভিনেতা যখন গানটির পরের অংশ গাইতে শুরু করে দেব মজা করে তাঁকে ধমক দিয়ে বলেন, 'চুপ করো তো।' বলেই হেসে ফেলেন। এদিন খাদান ছবিটি যখন বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গিয়েছে তখন পোস্ট করেন দেব। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'ধন্যবাদ বুম্বাদা বাংলা সিনেমায় তোমার অনবদ্য অবদানের জন্য। খাদান টিমের পক্ষ থেকে ভালোবাসার একটা ছোট্ট টোকেন।'
আরও পড়ুন: তুঙ্গে খাদান বনাম সন্তানের চর্চা, তার মাঝেই দেব বললেন, 'আমার কাছে SVF মানেই...'