গতবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এক কন্যা সন্তানকে জন্ম দেন দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখা হয় দুয়া। মেয়ের জন্মের পর থেকে এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশে আনেননি অভিনেত্রী। তবে মা হওয়ার দু মাসের মধ্যেই রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেইন’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপিকাকে। যদিও সেই সিনেমার শ্যুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল। কিন্তু এখন মেয়ের জন্মের পর কীভাবে সবদিক বজায় রাখবেন দীপিকা?
আরও পড়ুন: অক্ষয়ের ‘টয়লেট’ নিয়ে বেফাঁস মন্তব্য জয়ার, বললেন, ‘এমন সিনেমা কেউ...’
আরও পড়ুন: ৯ মাস পর পৃথিবীতে অবতরণ সুনীতার, শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মাধবন-রকুলপ্রীতরা?
সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ফোর্বস ৩০/৫০ গ্লোবাল সামিটে উপস্থিত ছিলেন দীপিকা। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে আমি একজন ছোট্ট মেয়ের মা। একজন নতুন মা হিসেবে আমি আমার কাজে ফিরে আসার সময়টা কীভাবে সামাল দেব আমি জানি না।’
দীপিকা বলেন, ‘আমি মনে করি আমার মত হাজার হাজার মা এমন রয়েছেন, যারা সবকিছু খুব সুন্দর ভাবে সামাল দিচ্ছেন। আমিও কোনওরকম অপরাধবোধ ছাড়াই সবকিছু সামলে নিতে পারব। আমি বলছি না যে কোনও সমস্যা হবে না, হয়তো হবে কিন্তু একটা না একটা উপায় ঠিক বের করে নেব আমি।’
মাতৃত্বের পর চরিত্র বাছাই করার প্রসঙ্গে রণবীর ঘরণী বলেন, ‘আমার মনে হয় সচেতনভাবে না হলেও অবচেতনভাবে আমি ভবিষ্যতে যে ধরনের সিনেমা বা ভূমিকা বেছে নেব, তার প্রভাব আমার মেয়ের ওপরে অবশ্যই পড়বে, তাই আমি অবশ্যই চেষ্টা করব সচেতনভাবে চরিত্র বাছাই করার। যদিও মা হওয়ার আগেও আমি আমার চরিত্র বাছাই নিয়ে বেশ সচেতন।’
আরও পড়ুন: 'হিন্দু হয়ে গেলেই তো পারেন…', টিপ পরায় বিতর্কের মুখে পাকিস্থানি নায়িকা হানিয়া
আরও পড়ুন: প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন দৃশ্য, হট, বোল্ড এই নায়িকা কে বলুন তো?
প্রসঙ্গত, মা হওয়ার পর আপাতত দীপিকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তবে শোনা যাচ্ছিল, কোরিওগ্রাফার ফারাহ খানের কোরিওগ্রাফিতে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঁঝ-এর সঙ্গে একটি মিউজিক ভিডিয়োয় দেখা যাবে দীপিকাকে। যদিও এই বিষয় নিয়ে এখনও কথা বলতে শোনা যায়নি কাউকে।