দু'দিন আগের ঘটনা। সেলফি তোলার নামে পুনমকে জাপটে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন এক যুবক। আচকা এমন কাণ্ডে আঁতকে উঠেছিলেন পুনম। ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী-সাথীরাও। কিন্তু এমন কাণ্ড ঘটাতে যাচ্ছিলেন, কে সেই যুবক?
জানা যাচ্ছে, ওই যুবকের নাম দীপক রাজ। যিনি কিনা নিজেকে অভিনেতা, মডেল, কাস্টিং ডিরেক্টর হিসাবেও পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, দীপকের ইনস্টাগ্রামে চোখ রাখলেই জানা যায়, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সেখানে তাঁকে চিত্রনাট্য পড়তে, এমনকি শ্যুটিং করতেও দেখা যায়। সে তো নাহয় হল, কিন্তু কেন এমন ঘটনা ঘটিয়েছিলেন দীপক?
অবশেষে পুনম পাণ্ডকে চুমু খাওয়ার বিষয়ে মুখ খুলেছেন দীপক রাজ। তিনি বলছেন, ‘আমি পুনমকে ভালোবাসি।’ তাঁর কথায়, ‘ওটা ছিল আমার আবেগ, যেহেতু আমি পুনমকে ভালোবাসি, তাই নিজেকে সামলাতে পারিনি।’ এখানেই শেষ নয়, দীপক রাজ বলছেন, ‘এতে দোষ কোথায়? আমার স্বপ্নে ওঁর নিত্য যাওয়া-আসা। সে যদি বাস্তবে সামনে চলে আসে, তাহলে তো এমনটাই ঘটবে।’ অর্থাৎ দীপকের কথা মতো পুনম পাণ্ডে হল তাঁর স্বপ্ন সুন্দরী। আর তাঁর কথাবার্তাতেই স্পষ্ট এমন কাণ্ড ঘটিয়েও তিনি লজ্জিত নন। আর পুরো বিষয়টি স্ক্রিপটেড (পূর্ব পরিকল্পিত), সেই কথাও অস্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, আগাম প্রস্তুতি নিয়ে করলে আরও বেশিকিছু ঘটত।
দীপক রাজের দাবি, ‘দেখবেন একদিন আমি পুনমজির সঙ্গে ডেটে যাব। ওঁর প্রতি ভালোবাসা প্রকশ করব। পুনমজিও আশাকরি আমার ভালোবাসা গ্রহণ করবেন।’
আরও পড়ুন-‘কাম অন বিরাট…’, কোহলির সেঞ্চুরি, আর ভারত জিততেই মালদা ফিরতি ট্রেনে এটা কী করলেন শুভশ্রী!
আরও পড়ুন-‘আমার কৌতুকরস একদিন হয়তো আমায় জেলে পাঠাবে…’ আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন রণবীর?