সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বিয়ের ছয় বছর পর রণবীর দীপিকার সংসারে এসেছে তাঁদের 'দুয়া'। এদিন নতুন মা দীপিকাকে নিয়ে চটুল মজা করে বসলেন এক কমেডিয়ান। আর তারপরই ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া। কী বলছে অভিনেত্রীর অনুরাগীরা?
আরও পড়ুন: নেলপলিশ দিয়ে চশমা রং করতেন নির্মলা মিশ্র! সারেগামাপায় জোজো বললেন, 'ওঁর লাল রঙের প্রতি অবসেশন ছিল'
আরও পড়ুন: কেবল SVF সিনেমাতেই ২ কোটির ব্যবসা বহুরূপীর! সঙ্গে আবিরের জন্মদিন, কেক কেটে চলল জোড়া সেলিব্রেশন
কী ঘটেছে?
সম্প্রতি ইন্ডিয়াস গট ট্যালেন্ট শোতে এক প্রতিযোগীর করা মন্তব্য নিয়ে উসকে গিয়েছে বিতর্ক। সেই মেয়েটি দীপিকা পাড়ুকোনের ডিপ্রেশন নিয়ে করা মন্তব্যকে কটাক্ষ করেছেন এদিন ব্যাঙ্গাত্মক ভাবে। এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেই মেয়েটি অভিনেত্রীর সদ্য মা হওয়ার প্রসঙ্গে টেনে বলছেন, 'এবার উনি বুঝতে পারছেন আসলে ডিপ্রেশন কেমন হয়?' তাঁর এই কথা শুনে হাসিতে ফেটে পড়ে দর্শকরা। বাদ যাননি বিচারকরাও।
এরপর ফের তিনি বলেন, 'আমি ব্রেকআপ ঘটিত ডিপ্রেশনের কথা বলছি না। সেটাকে ইনসাল্ট করছি না। নাকি সেটাই করছি?' এটা বলার পর আবার সকলে হেসে ওঠেন। বলাই বাহুল্য এই কথাটির মাধ্যমে তিনি রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদ এবং তার পরবর্তী সময়ে অভিনেত্রীর ডিপ্রেশনে চলে যাওয়ার বিষয়টিকে যে ইঙ্গিত করেছেন সেটা বোঝার অসুবিধা হয়নি কারও।