চিরসখা ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। কমলিনী পুরস্কার জিতেছে, অথচ সেই অনুষ্ঠানে হাজির নেই স্বতন্ত্র। ফোন করেও সাড়া পাওয়া যায়নি। এদিকে পুরস্কার নিতে মঞ্চে উঠে সেটি তিনি উৎসর্গ করেন তার নতুন ঠাকুরপোকে। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী স্বতন্ত্র। ফলে এবার কোন দিকে বাঁক নেবে তাঁদের সম্পর্ক এবং গল্পের মোড়?
কী ঘটেছে?
এদিন স্টার জলসায় তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কমলিনীকে পুরস্কার নিতে মঞ্চে ডাকা হয়। সে সেখানে উঠে পুরস্কার নিয়ে বলে, 'আমার জীবনে একজন মানুষ আসে, লোকের জীবনে দিশা দেখানোই তাঁর কাজ। আজকের দিনটা আমি তাঁকেই উৎসর্গ করছি, ডক্টর স্বতন্ত্র বোস।'
এদিকে দেখা যায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্বতন্ত্রকে। তার কলিগরা ঠিক করে যে কমলিনীকে জানানো হবে তার অসুস্থতার কথা। সেই মতো তারা ফোনও করে। কিন্তু মঞ্চে থাকায় সেই ফোন ধরতে পারে না স্বতন্ত্রর বৌঠান। মঞ্চে দাঁড়িয়ে সে নতুন ঠাকুরপোর উদ্দেশ্যে বলে, 'তিনি আজ কোনও কারণে আসতে পারছেন না।' আর এদিকে হাসপাতালে চিকিৎসককে বলতে শোনা যায়, 'মনে হচ্ছে একটা অ্যাটাক হয়ে গিয়েছে।'
ফলে এমন অবস্থায় তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে বা গল্পে কী ঘটবে সেটাই দেখার। তবে চিরসখার গল্পে যে বড় চমক আসতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
চিরসখা প্রসঙ্গে
চিরসখা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এই ধারাবাহিকটি রোজ রাত ৯ টা নাগাদ সম্প্রচারিত হয় স্টার জলসায়।