হাল ছেড়ো না বন্ধু! এই মন্ত্রে বিশ্বাসী মুনাওয়ার ফারুকি। তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। লক-আপ জিতেই মুনাওয়ার বুঝিয়ে দিয়েছিলেন সে-কথা। বিগ বস সিজন ১৭-র ট্রফি জিতে ফের একবার নিজের পপ্যুলারিটি বুঝিয়ে দিলেন মুম্বইয়ের ডোংরির এই ভূমিপুত্র।
হিন্দু দেবতাদের অপমানের অভিযোগে জেলযাত্রা থেকে গোপন বিয়ে, ডিভোর্স, একাধিক নারীসঙ্গ, মুনাওয়ারের জীবনে বিতর্কের শেষ নেই। তবে বিগ বসের খেলায় নিজের সেরাটা উজার করে দিয়েই সোনালি ট্রফি হাতে তুলেছেন তিনি। রবিবার মধ্যরাতে পেরিয়ে সলমন খান ঘোষণা করেন বিগ বসের নতুন চ্যাম্পিয়ান মুনাওয়ার। এদিন নিজের সমর্থকদের আবেগকে কুর্নিশ জানাতে ডোংরি পৌঁছায় ঘরের ছেলে। গাড়ির খোলা সানরুফের থেকে শরীর উঁচিয়ে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে।
প্রথম থেকেই মুনাওয়ার জানিয়েছিলেন ট্রফি ‘ডোংরি’ আসছে। সেটাই সত্যি করে দেখালেন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। জনসমুদ্রের মাঝে রাজকীয় অভ্যর্থনা পেল ঘরের ছেলে। মুনাওয়ারের সঙ্গে হাত মেলানোর, সেলফি তোলবার চেষ্টায় বাধ ভাঙল জনতার উচ্ছ্বাস। ধূসর টি-শার্ট, বেইজ রঙা জ্যাকেট আর ডেনিমে দেখা মিলল মুনাওয়ারের। তাঁর মুখের চওড়া হাসি বলে দিল কতটা আপ্লুত তিনি।
বিগ বসের ট্রফি হাতে সলমন খানের সঙ্গে ছবি পোস্ট করে আগেই অনুরগীদের ‘শুকরিয়া’ জানান মুনাওয়ার। লিখেছিলেন, ‘আপনাদের ভালোবাসা আর সমর্থনের জেরেই এই ট্রফি অবশেষে ডোংরি পৌঁছে গেল।’ ভাইজানকে ধন্যবাদ দিয়ে মুনাওয়ার লেখেন, ‘বড় ভাই সলমন খান স্যারকে অশেষ ধন্যবাদ আমাকে সঠিক পথ দেখানোর জন্য।’

স্বস্তিকা-সৌমিতৃষার ইনস্টা স্টোরি
মুনাওয়ারে মুগ্ধ টলিউডের তারকারাও। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ডোংগির জনসমুদ্রে দাঁড়ানো মুনাওয়ারের ভিডিয়ো শেয়ার করেন। মুনাওয়ারকে ভোট দেওয়ার অনুরোধও করেছিলেন মিঠাইরানি। জয় শেষে ভালোবাসার চিহ্ন এঁকে লেখেন, ‘মুনাওয়ার ফারুকি টানেল তুমারা…’। অন্যদিকে শুরু থেকেই মুনাওয়ারের হয়ে গলা ফাটিয়েছেন স্বস্তিকা দত্ত। তিনি লেখেন, ‘আার প্রিয় মুনাওয়ার বিগ বস জিতেছে, দারুণ’।
বিগ বসের বিজয়ী হিসাবে মুনাওয়ার নাকি পূর্বনির্ধারিত ছিলেন, শো শেষে এমন অভিযোগ করেছেন অনেকে। সেই সমালোচনার জবাব দিয়ে বিজয়ী বলেন, 'আমার উপর গড়াপেটার অভিযোগ তোলার আগে অনুরোধ করব গোটা সিজনটা ভাল করে ফের দেখে নিন তাঁরা।’
তিনি আরও বলেন, 'আমি এতকিছু বলার পরেও লোকজনের ধারণা বদলে যাবে, এমনটা নয়। যখন কারোর একটা শক্তিশালী ফ্যানবেস আছে এবং আপনি এই জাতীয় রিয়েলিটি শো করেন এবং অনেক ঝুঁকির মধ্যে দিয়ে যান, তখন আপনি অল্প কয়েকটি জিনিসই হারাতে পারেন। জিততে হলে নিজের সেরাটা দিতে হবে। আমার তো মনে হয় আমি মানুষের ভালবাসার কারণে জিতেছি। আর যাঁরা আমাকে 'ফিক্সড' বিজয়ী বলছেন, আমি তো তাঁদের মতামত বদলাতে পারি না। হয়তো বিগ বস-এ যাওয়ার আগে আমি এই ধারণা বদলাতে চাইতাম, তবে আর সেটা পারব না।'