শনিবার আসতেই ফের লাফিয়ে বাড়ল ভুল চুক মাফ ছবিটির আয়। শুধু তাই নয়, এদিনের আয়ের সঙ্গেই ৫০ কোটির গণ্ডি টপকে গেল এই ছবি। ৯ দিনে মোট কত কোটি টাকার ব্যবসা করল রাজকুমার রাও অভিনীত এই ছবিটি?
ভুল চুক মাফ ছবিটির বক্স অফিস কালেকশন
দ্বিতীয় শনিবারও মোটের উপর দাপট বজায় রাখল ভুল চুক মাফ। শুক্রবারের তুলনায় এদিন বেশ অনেকটাই আয় বাড়ে এই ছবির। নবম দিনে বক্স অফিসে ভুল চুক মাফ ছবিটি ৫ কোটি ১৫ লাখ টাকার ব্যবসা করেছে বলেই জানা গিয়েছে। ফলে শনিবারের পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকায়।
প্রসঙ্গত, রাজকুমার রাও অভিনীত ছবি ভুল চুক মাফ ছবিটি মুক্তি পেয়েছে যেদিন সেদিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বেড়ে ৯ কোটি ৫০ লাখ টাকা হয়। রবিবার আসতেই আয়ের পরিমাণ আরও বেশ কিছুটা বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ টাকায়। মুক্তির পর প্রথম সোমবার রাজকুমার রাওয়ের এই ছবিটি ৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৪ কোটি ৭৫ লাখ টাকা। তবে বুধবার অনেকটাই কমে আয়ের পরিমাণ। ষষ্ঠ দিনে ভুল চুক মাফ ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ভুল চুক মাফ ছবিটি মুক্তির পর প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ভুল চুক মাফ দ্বিতীয় শুক্রবার ৩ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে।
ভুল চুক মাফ প্রসঙ্গে
ভুল চুক মাফ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় ছবিটি বড় পর্দার বদলে OTT তে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে বড় পর্দায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।