অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বিগত ৬দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠাণ্ডা লেগে জ্বর আসে তাঁর। শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রভাত রায়কে। জানা যাচ্ছে, বর্ষীয়ান পরিচালকের কিডনির সমস্যাও রয়েছে, তাই আচমকাই নাকি ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে চিকিৎসকের পরামর্শে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে।
সোশ্যাল মিডিয়ার পাতায় বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়ের অসুস্থতার খবর দেন তাঁর আত্মজীবনীর সহ-লেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। জানা যাচ্ছে, নিঃসঙ্গ প্রভাত রায়ের দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বর্ষীয়ান পরিচালককে বাবা বলেও ডাকেন তিনি। পরিচালকের কাছেও একতা তাঁর মেয়ের মতোই। একথাই সকলকে জানান, প্রভাত রায় হাসপাতালে ভর্তি। বুধবার তাঁর প্রথম ডায়ালিসিস হয়েছে। আপাতত পরিচালক ভালো আছেন। তবে আপাতত পরিচালক ভালো আছেন।
তবে এতদিন পরিচালকের অসুস্থতার খবর সকলকে না জানানোর বিষয়ে একতা জানান, ‘বাবির অনুরোধ ছিল, আমি যাতে এই অসুস্থতার খবর গোপন রাখি। কারণ, সামনেই তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে। সেই তারিখও আমরা বদলায় নি। সকলের কাছে অনুরোধ বাবিক দ্রুত আরোগ্য কামনা করুন।’
আরও পড়ুন-চুপিচুপি বিয়ে সারলেন সন্দীপ রায়ের ছেলে, সত্যজিৎ রায়ের নাতবউ হলেন কে?