বিগত কয়েকদিন ধরেই খবর ছিল যে ছোট পর্দায় ফিরছেন রণিতা দাস। সেই বাহামণিহিসেবে শেষ দেখা গিয়েছিল তাঁকে পর্দায়। এরপর অবশ্য রণিতা সিনেমা-সিরিজে মন দিয়েছিলেন। রণিতা কোন সিরিয়ালে ফিরবেন, তা নিয়ে যখন একাধিক জল্পনা, তখনই এল প্রথম প্রোমো।
যেখানে সেই পুরনো বাহা সাজেই দেখা গেল রণিতাকে। আর প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘গরম গরম হাঁড়ি খবর। সিসিটিভির থেকেও কড়া নজর।’ সঙ্গে জলসার নায়ক-নায়িকাদেরও দেখা মিলল এখানে। অফস্ক্রিনের কেমিস্ট্রিই খুব সম্ভবত আসছে অনস্ক্রিনে। জলসার তারকাদের নিয়ে মজার মজার খেলা, তাঁদের খুনসুটিও থাকবে খুব সম্ভবত ‘হচ্ছেটা কী’তে।
হচ্ছেটা কী-তে রণিতার সঙ্গে হোস্ট হিসেবে থাকবেন অরিন্দ্য চ্যাটার্জী। যাকে ‘কথা’ সিরিয়ালের প্রত্যয় চরিত্রে দেখা যাচ্ছে বর্তমানে। ‘সব চরিত্র কাল্পনিক’ সিরিয়ালে নায়ক ছিলে। তাছাড়া ‘কে আপন কে পর’, ‘মিঠাই’-সহ বহু জনপ্রিয় সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অরিন্দ্য।
প্রোমোর সঙ্গে একেবারে দেওয়া হয়েছে টাইম স্লটও। ১১ মে থেকে প্রতিদিন ৫টা ১৫য় আসবে হচ্ছেটা কী। এদিকে ৫.৩০টার স্লটে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে বুলেট সরোজিনীর। অর্থাৎ আপাতত দর্শকরা মাত্র ১৫ মিনিট দেখতে পারবে ‘হচ্ছেটা কী’!
ইষ্টি কুটুমের ‘বাহা’ হয়ে দর্শক মনে পাকাপোক্ট জায়গা করে নেন রণিতা দাস। শেষবার রণিতাকে ছোট পর্দায় দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘সোহাগী সিঁদুর’ সিরিয়ালে। ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রণিতার। তবে ‘ইষ্টি কুটুম’ই তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির আলোয়। কিন্তু এখন প্রশ্ন, ‘আদৌ ১৫ মিনিটে কি ভরবে দর্শকের মন?’
স্টার জলসার তরফে শেয়ার করা ‘হচ্ছেটা কী’র প্রোমোয় একজন মন্তব্য করেছেন, ‘এ তো শুরু হতে হতেই শেষ। ৫টা থেকে শুরু করত।’ অপরজন লিখলেন, ‘যা বাবা। ১৫ মিনিট।’ তৃতীয়জনের মন্তব্য, ‘বাহাদিকে নিয়ে নতুনএকটা সিরিয়াল আনলে আমরা বেশি খুশি হতাম।’ চতুর্থ মন্তব্যে লেখা হয়, ‘ধুস। একদম ভালো লাগল না। ১৫ মিনিট দেখেই তো মনটা খারাপ হল।’