হাতে আর সময় নেই, ২৪ ফেব্রুয়ারি, সোমবার রয়েছে অনন্য়া-সুকান্তের বাগদান অনুষ্ঠান। বেশ ঘটা করেই আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের। তবে তার আগে গোলপার্কের কাছে এক নামী রেস্তোরাঁয় আইবুড়ো ভাত খেতে পৌঁছে গিয়েছিলেন অনন্য়া গুহ ও সুকান্ত কুণ্ডু।
ঘটা করে সেই আইবুড়ো ভাতও নিজের ফেসবুক ভ্লগে পোস্ট করেছেন অভিনেত্রী। কী আছে সেই ভিডিয়োতে?
সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর এক বিশাল টেবিলে একাধিক থালায় সাজানো বিভিন্ন বাঙালি খাবার। আর অনন্যা-সুকান্ত মধ্যমণি হয়ে বসে রয়েছেন। অনন্যার পরনে সবুজ রঙের শাড়ি ও স্লিভলেজ ব্লাউজ, মাথায় টোপর আর গলায় মালা। অন্যদিকে রং মিলান্তি করে সবুজ রঙের পাঞ্জাবি পরেছিলেন সুকান্ত। তাঁর মাথাতেও বরের টোপর ও গলায় মালা। তবে তাঁদের এভাবে সাজিয়ে দেওয়ার জন্য সুকান্তকে মজা করে বলতে শোনা যায়, ‘সেজে এসেছিলাম নরম্যাল মানুষ, এসে হয়ে গেলাম বর-বউ। ট্রায়াল হচ্ছে মনে হচ্ছে আমাদের, যে কেমন লাগতে পারে!’ এদিকে এসব অনুষ্ঠান যখন চলছিল তখন ওই রেস্তোরাঁয় বাজছিল, পুরনো দিনের উত্তম-সুচিত্রার ছবির গান।
এরপর অনন্য়া ও সুকান্তকে উলুধ্বনি দিয়ে বরণ করে নিতে দেখা যায় পরিবারের লোকজনকে। একে একে দুই পরিবারের সকলের বরণ শেষে হল কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু কী ছিল মেনুতে?
আরও পড়ুন-সেলফি তুলতে গিয়ে আচমকাই পুনমকে জাপটে ধরে চুমু খেতে যান, অবশেষে মুখ খুললেন দীপক, কে তিনি?
আরও পড়ুন-‘কাম অন বিরাট…’, কোহলির সেঞ্চুরি, আর ভারত জিততেই মালদা ফিরতি ট্রেনে এটা কী করলেন শুভশ্রী!
হবু বর সুকান্ত মণ্ডল নিজেই দর্শকদের মেনুটা ক্য়ামেরা ঘুরিয়ে দেখান। সেখানে ছিল, ভাত-পোলাও, ফিসফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ঝুরি আলুভাজা, ডাল, এঁচোড়, চিংড়ি, পাবদা, মটন, ইলিশ মাছ। মেনুর কথা বলেই সুকান্ত বলে ফেলেন, ‘এত কীভাবে খাব!’ তাঁদের আইবুড়োভাতের অনুষ্ঠান চলাকালীনই শাঁখ বাজান হোটেলের এক কর্মী। তাঁর এই দক্ষতার প্রশংসাও করেন সুকান্ত। সবশেষে খাবার খেয়ে রিভিউও দেন।
এদিকে অনন্যা-সুকান্তর আইবুড়ো ভাতের এই ভিডিয়োটির নিজেই অনেকেই তাঁদের নতুন জীবনে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বহু আগেই সোশ্যাল মিডিয়ায় অনন্যা-সুকান্ত তাঁদের এনগেজমেন্টের আমন্ত্রণপত্র শেয়ার করেছিলেন। তবে আপাতত বিয়ে নয়, এনগেজমেন্ট পার্টিই রাখছেন তাঁরা। তবে জানা যাচ্ছে, তাঁদের পোশাক, বিয়ের আংটি সমস্ত কিছুই কেনা হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, এই লাভবার্ডসের প্রেমের বয়স প্রায় ৩ বছর। খুব ছোট বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোট পর্দার ‘মুন্নি’। তাঁর প্রেমিক থুড়ি, হবু বর সুকান্ত কুণ্ডু পেশায় ইঞ্জিনিয়র, একই সঙ্গে ইউটিউবার হিসাবেও বেশ পরিচিত মুখ তিনি।