সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বেবিবাম্পে জগন্নাথের মুখ আঁকছেন এক মহিলা। শাড়ি পরে আছেন। বেবিবাম্পে পেন, রং, তুলি দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন জগন্নাথদেবের মুখ। আর তা ভাইরাল হতেই নানা মুনির নানা মত।
মহিলার নাম অঙ্কিতা শর্মা। পেশায় তিনি মেকআপ আর্টিস্ট। ভিডিয়োটি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘শ্রী জগন্নাথদেবের আশীর্বাদধন্য হোক সকল সন্তান। হে প্রভু তুমি সকল মা এবং তাদের কোলের সন্তানদের ভালো রেখো। সপ্তম মাসের গর্ভকালীন অবস্থায় এবছরের রথযাত্রা উপলক্ষে একটা ছোট্ট প্রচেষ্টা। ভুল ত্রুটি ক্ষমা করবেন।’
দেখা গেল বেশিরভাগই অঙ্কিতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাঁর শিল্পের প্রশংসা করতেও পিছ পা হননি। কিন্তু সোশ্যাল মিডিয়া থাকলে, সেখানে কটাক্ষ থাকবেই। বিশেষ করে, বর্তমানে যেখানে নেতিবাচকতার আঁতুরঘরে পরিণত হয়েছে সমাজমাধ্যম।
একজন লেখেন, ‘কি যে ট্রেন্ড শুরু হয়েছে সমাজ আসতে আসতে কোথায় গিয়ে পৌঁছেছে…’। আরেকজনের মন্তব্য, ‘আপনি এঁকেছেন ঠিকই, কিন্তু পেটে আঁকা আপনার উচিত হয়নি। কারণ ওনাকে গর্ভে ধারণ করার সৌভাগ্য সবার থাকে না। আপনি ভগবানকে অন্তরে ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করুন। ভগবান না চাইতেই আপনার কাছে ধরা দেবেন। আর এই অবস্থায় পেটে এইসব করাও উচিৎ নয়। আপনি খাতায় বা অন্য কোনো বস্তুতে ভগবানকে আঁকুন ঠিক আছে, কিন্তু তাই বলে কী পেটে আঁকবেন?’
দেখা গেল ট্রোলে থেমে যাওয়ার পাত্রী নন অঙ্কিতা। তিনি পালটা জবাবে লিখলেন, ‘একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন সে সবথেকে বেশি পবিত্র থাকে আর আমি আমার নিজের হাতে রংতুলির মাধ্যমে এঁকে শ্রী জগন্নাথের রূপ তুলে ধরেছি ! এতে কিছু খারাপ বলে আমার মনে হয়নি। সবার যে ভালো লাগবে তারও কোনো মানে নেই’।
তৃতীয়জনের মন্তব্য, ‘সব কিছু ঠিক আছে কিন্তু ঠাকুর নিয়ে এইসব ছবি আঁকা টা কি ঠিক?’
আপনাদের এই ব্যাপারে কী মত? গর্ভাবস্থায় কি বেবিবাম্পে ভগবানের মুখ আঁকা ঠিক, নাকি ভুল?