অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দাকে। ১৯৯৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু আপনি কি জানেন যে, শ্বেতা নিখিলকে চেনার মাত্র ১০ দিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন! এবং বুঝতে পেরেছিলেন এই হ্যান্ডসাম হাঙ্ক ব্যবসায়ীর সঙ্গেই কাটিয়ে দিতে পারবেন গোটা জীবন। এক এক সাক্ষাৎকারে শ্বেতা বচ্চন তাঁর প্রেম জীবন নিয়ে অনেক গোপন কথা ফাঁস করেছিলেন।
শ্বেতা বচ্চন যখন তার ভাই অভিষেক বচ্চন এবং বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে সিমি গরেওয়ালের শোতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার মাধ্যমে কলেজে পড়ার সময় নিখিল নন্দার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। লেখিকা ও উদ্যোক্তা শ্বেতা জানিয়েছেন, প্রথম সাক্ষাতেই নিখিলের প্রতি এক ধরনের টান অনুভব করেন তিনি। এবং ১০ দিনের মধ্যেই বিয়ের প্রস্তাব দেন।
নিখিল ও শ্বেতার সম্পর্ক
শ্বেতা কলেজ থেকে ছুটিতে গিয়েছিলেন আর নিখিল মুম্বইতে আসেনএকটা বিয়ের জন্য। আর এভাবেই তাদের দেখা হয়েছিল। সিমির প্রশ্নের জবাবে শ্বেতা জানান, তিনি কখনও নিখিলের সঙ্গে ডেটে যায়নি, বরং নিখিল তাঁকে প্রপোজ করার আগে চিনতেন মাত্র ১০ দিন। সিমি আরও জানতে চেয়েছিলেন যে, শ্বেতা কি নিখিলের প্রপোজে তাৎক্ষণিকভাবে 'হ্যাঁ' বলেন? তাতে অমিতাভ-কন্যা জানান যে, নিখিলের প্রপোজে 'হ্যাঁ' বলতে তার পাঁচ মিনিট সময় লেগেছিল। এবং এই ঘটনার ঠিক দুই মাস পর, তাঁদের বিয়ে হয়ে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্বেতা ও নিখিলের দুই সন্তান, নভ্যা নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা। নিখিল নন্দা ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন এবং এসকর্টস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। বাবা রাজন নন্দার মৃত্যুর পর দায়িত্ব নেন নিখিল।
বলিউডের সঙ্গে নিখিল নন্দার সম্পর্ক
বিয়ের আগে থেকেই শ্বেতা বচ্চনের সঙ্গে নিখিল নন্দার সম্পর্ক। তবে অনেকেই একটা কথা জানেন না যে, কাপুর পরিবারের সঙ্গে সম্পর্ক আছে নিখিলের। শ্বেতা বচ্চনর স্বামী হলেন, রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে। ঋতুর ভাইঝি হলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর এবং ভাইপো হলেন রণবীর কাপুর।
ঋতু নন্দা ও রাজন নন্দা বিয়ে করেন ১৯৬৯ সালে। তাঁদের দুই সন্তান নিখিল ও নাতাশা। ২০২০ সালে ঋতু ক্যানসারে প্রয়াত হন।