বক্সঅফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দন্নার ছবি 'পুষ্পা ২'। আর ছবি মুক্তির ঠিক দুই মাসের মধ্যে ওটিটিতে এসে গিয়েছে এই ছবি। ৩০ জানুয়ারি এই ব্লকবাস্টার হিট ছবি ওটিটিতে মুক্তি পেয়েছে। আর ছবি ওটিটিতে আসতেই দর্শকরা ছবিটি দেখা শুরু করে দিয়েছে। আর ছবি দেখার পর ফের সোশ্যাল মিডিয়া উঠেছে রিভিউয়ের ঝড়।
আরও পড়ুন: পাশে ছিল না বাবা, মা একা বড় করেছে শাহিদকে! ছোট বয়স থেকে কাজ করা নিয়ে মুখ খুললেন নায়ক
অনেকের মতে ‘পুষ্পা ২' একেবারে নিখুঁত, আবার অনেকের মতে ‘অসহ্যকর’। আর বর্তমানে এই নিয়েই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সমাজমাধ্যম। বিশেষ করে গল্পে আল্লু অর্জুন অর্থাৎ পর্দার ‘পুষ্পা রাজ’-এর হাওয়ায় উড়ে ভিলেনদের সঙ্গে লড়াই করার দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আল্লু ভক্তদের কাছে এই দৃশ্য 'ঈশ্বরিক' অ্যাকশন।
আরও পড়ুন: সমসাময়িক অভিনেতাদের মধ্যে কাদের বেশি পছন্দ করেন শাহিদ? নায়কদের নাম জানলে অবাক হবেন
আল্লু অর্জুন সঙ্গে ভিলেনদের লড়াইয়ের এই দৃশ্যটার সময় যে, প্রেক্ষাগৃহে দর্শকরা ভীষণ ভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তা তো বলাই বাহুল্য। তবে, এখন 'পুষ্পা ২' ওটিটি রিলিজের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় 'পুষ্পা'র এই লড়াইয়ের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের কাছেই 'পুষ্পা ২'-এর এই অ্যাকশন সিকোয়েন্স অবাস্তব বলে মনে হয়েছে। মাধ্যাকর্ষণকে অস্বীকার এই ভাবে উড়ে উড়ে 'পুস্পা'-এর লড়াই করা নিয়ে প্রচন্ড ভাবে ট্রোল করেছেন অনেকে।
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিরা যে সব পোশাক পরেন তার ৯৯ শতাংশই হয় ধার করা: লারা দত্ত
এই দৃশ্য দেখে একজন মজা করে লিখেছেন, ‘আমাদের সত্যিই এমন কিছু অ্যাকশন কোরিওগ্রাফার দরকার যাঁরা মাধ্যাকর্ষণ এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে মেনে চলবেন।’ আর এক নেটিজেন লেখেন, ‘আমি হাসি থামাতে পারিনি যখন পুস্পা সোজা হাওয়া উড়ে বুমেরাংয়ের মতো ঘুরে বেরিয়ে ওই হাত বাঁধা অবস্থায় মুখে কাটারি ধরে লড়াই করছিল।' আর একজন লিখেছেন, ‘এর ঠিক আগের অংশটা আরও খারাপ ছিল সে উড়ে বেড়াচ্ছিল আর সবাই নীচে পড়ে যাচ্ছিল সম্ভবত গত বছর আমার দেখা সবচেয়ে খারাপ ছবিগুলির মধ্যে এটি একটি। ২০০০ কোটি টাকা আয় করেছে ছবিটা এবং এখন আমরা এর আরও একটা সিক্যুয়াল দেখতে চলেছি এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে।'