এই মুহূর্তে রাজস্থানের জয়পুরে ভূত বাংলো সিনেমার শুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার। কিন্তু কাজের ব্যস্ততার মধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ালেন তিনি। লাটাই হাতে অক্ষয়কে সঙ্গ দিলেন পরেশ রাওয়াল। ঘুড়ি ওড়ানোর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অক্ষয় নিজেই।
ভিডিয়োটি পোস্ট করে অক্ষয় লেখেন, আমার প্রিয় বন্ধু পরেশ রাওয়ালের সঙ্গে ভূত বাংলোর সেটে মকর সংক্রান্তি উদযাপন করছি। শুধু মকর সংক্রান্তি নয়, উত্তরায়ণ, পোঙ্গল, বিহু এবং লোহরির শুভকামনা জানাচ্ছি সবাইকে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কালো রঙের পোশাক পরে ঘুড়ি ওড়াতে ব্যস্ত অক্ষয় কুমার। পিছনে সাদা কুর্তা পাজামা পরে লাটাই হাতে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন পরেশ রাওয়াল। জয়পুরের অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য ধরা দিয়েছে এই ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে বোঝাই যাচ্ছে, কাজের ফাঁকে কিছুটা সময় বের করে পৌষ সংক্রান্তি পালন করছেন এই দুই অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন এটি। বহু মানুষ অক্ষয় এবং পরেশ রাওয়ালকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ হার্ট ইমোজি দিয়ে ভালোবাসাও জানিয়েছেন অক্ষয়কে। অনেকে বহুদিন বাদে অক্ষয় এবং পরেশকে একসঙ্গে দেখে আপ্লুত হয়েছেন।
ভূত বাংলো সিনেমাটি হতে চলেছে একটি রোমান্স এবং কমেডির মেলবন্ধন। ২০২৬ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে এই সিনেমাটি। আপাতত সিনেমার শ্যুটিং শুরু হয়েছে জয়পুরে। সিনেমায় অক্ষয় এবং পরেশ ছাড়া অভিনয় করবেন রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, আনসারি।
আরও পড়ুন: মিথিলা বাংলাদেশে, ঋতাভরীকে বুকে নিয়ে সেলফি! ফের কোন হিসেবনিকেশের কথা বললেন সৃজিত?
আরও পড়ুন: পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
বহুদিন পর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় এবং পরেশ। হেরা ফেরি, ভুলভুলাইয়াাইয়া, ও মাই গড, গরম মাসালা, ভাগম ভাগ, দে দানা দান সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয় এবং পরেশ। বেশিরভাগ সিনেমায় কমেডি চরিত্রই অভিনয় করতে দেখা গেছে এই দুই তারকাকে।