বলিউডের অন্যতম সফল তারকা অক্ষয় কুমার। বলিউডে তাঁর কেরিয়ারের বয়স ৩৩ ছুঁয়েছে। হালে বক্স অফিসে ফ্লপের মুখ দেখলেও ঘুরে দাঁড়াতে তৈরি খিলাড়ি কুমার। অভিনেতা অক্ষয় কুমারের জীবনশৈলী যেমন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে, তেমনই নিজের নাগরিক এবং সামাজিক দায়িত্ব পালনে সর্বদা দু-পা এগিয়ে থাকেন অক্ষয় কুমার। আরও পড়ুন-গলায় গলায় ভাব! ‘খুব সাবধান…’, নতুন মা শ্রীময়ীকে বিশেষ টিপস ২ সন্তানের মা শুভশ্রী
মাস কয়েক আগেই জানা গিয়েছিল, অযোধ্যার বানরদের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অভিনেতা। তাঁর অনুদানের টাকায় অঞ্জনেয় সেবা ট্রাস্টের রামজন্মভূমিকে ১২৫০ টিরও বেশি বানরকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। অযোধ্যায় বানরের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অক্ষয়ের অনুদানের টাকায় বানরদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি চিকিৎসা, পরিচর্যার ব্যবস্থাও করা হচ্ছ। জগৎগুরু স্বামী রাঘবাচার্য জি মহারাজ ট্রাস্টের তত্ত্বাবধানে অঞ্জনেয় সেবা ট্রাস্টের নেতৃত্বে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল। অযোধ্যার বানরদের সেবার সেই হৃদয়গ্রাহী মুহূর্তের কয়েক ঝলক সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অক্ষয়। সঙ্গে লিখেছেন, ‘একটা ছোট্ট প্রচেষ্টা’।
অঞ্জনেয় সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি, প্রিয়া গুপ্ত জানিয়েছেন, বানর সেবার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই নিয়েও সচেতন তাঁরা। পাশাপাশি বানরদের ফেলে দেওয়া কলার খোসা সংগ্রহ করে পরবর্তীতে গরুদের খাওয়ানো হয়। গরু দ্বারা উত্পাদিত গোবর তখন কলা গাছের রোপণের জন্য সার হিসাবে ব্যবহৃত হয়। অক্ষয় তাঁর মা-বাবা অরুণা ভাটিয়া, হরি ওম ভাটিয়া এবং প্রয়াত শ্বশুরমশাই রাজেশ খান্নার স্মরণে ১ কোটি টাকার অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পবিত্র রাম মন্দিরের আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠার কয়েক মাস পরে বিভিন্ন স্তরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই প্রচেষ্টা শুরু হয়েছিল।
আরও পড়ুন-মলদ্বীপে মধুচন্দ্রিমায় মজে আলিয়া, বরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি হল ভাইরাল
অক্ষয়কে সর্বশেষ অজয় দেবগণ, রণবীর সিং এবং কারিনা কাপুর খানের সাথে রোহিত শেঠির সিংঘম এগেইন ছবিতে দেখা গেছে। তিনি বর্তমানে স্কাই ফোর্স, শঙ্কর, জলি এলএলবি ৩, কান্নাপ্পা, হাউসফুল ৫, ওয়েলকাম টু দ্য জাঙ্গল, হেরা ফেরি ৩-র মতো বহুচর্চিত প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। এছাড়াও আসছে প্রিয়দর্শন পরিচালিত ভূত বাংলা, ২০২৬ সালের ২ এপ্রিল মুক্তি পাবে অক্ষয় কুমারের এই ছবি। পাশাপাশি অজয় দেবগণের পরিচালনায় তৈরি হতে চলা আগামী ছবির নায়কের ভূমিকাতেও থাকছেন আক্কি।