বিগত কয়েক মাস ধরে কানাঘুষোয় শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য বচ্চন আর একসঙ্গে নেই। তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিভিন্ন অনুষ্ঠানেও ঐশ্বর্যকে তাঁর মেয়ের সঙ্গে দেখা যায়, অন্যদিকে বচ্চন পরিবার একসঙ্গে আসে। আর এই সমস্ত কিছুর মাঝেও অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
কী পোস্ট করলেন ঐশ্বর্য?
এদিন ঐশ্বর্য রাই বচ্চন একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই ছবিতে আরাধ্যার সঙ্গে বিগ বিকে দেখা হচ্ছে। দাদু তাকে জড়িয়ে আছে, আর সেও দাদুর বুকে মাথা রেখে পোজ দিচ্ছে। এই ছবিটি পোস্ট করে ঐশ্বর্য লেখেন, 'শুভ জন্মদিন পা দাদাজি। তুমি ভালো থেকো।'
কে কী লিখছেন?
অনেকেই ঐশ্বর্য রাই বচ্চনের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি কতদিন পর কিছু পোস্ট করলেন। ভালো থাকুন।' আরেকজন লেখেন, 'আপনার মনটা খুব বড়। নইলে এমন ফালতু একটা পরিবারের জন্য আবার কিছু পোস্ট করতেন না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অনেকদিন আপনি নিজের জন্য, নিজেকে নিয়ে কোনও পোস্ট করেননি। আমরা আপনাকে দেখতে চাই।' চতুর্থ জন লেখেন, 'তারপর যাঁরা বলছিলেন ওদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে তাঁরা এখন চুপ কেন?'
আরও পড়ুন: ৬৫০০ -এর ব্র্যান্ডেড টিশার্ট পরে প্রতিবাদ দেবাশীষের! সত্যি প্রকাশ্যে আনলেন সুদীপ্তা - মেঘনীলরা
প্রসঙ্গত ১১ অক্টোবর ৮২ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। এদিন বিকেলে তিনি তবে জলসা বাংলো থেকে বেরিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন এদিন অগুনতি মানুষ।